বৃহস্পতিবার সূচনা হয়ে গেল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF)। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মাধ্যমে শুরু হল চলচ্চিত্র উৎসব। টলিউডের তো বটেই, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড এবং ওপার বাংলার তারকারাও। অতিথি হিসেবে এসেছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান (Shah Rukh Khan), জয়া বচ্চন, চঞ্চল চৌধুরীরা। তারকাখচিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাও (Trina Saha)।
‘খড়কুটো’ ধারাবাহিকের ‘গুনগুন’ সেখানে গিয়েছিলেন টেলিভিশন তারকাদের প্রতিনিধি হয়ে। বলিউড ‘বাদশা’ শাহরুখের ঠিক পিছনে গোলাপি রঙের শাড়ি পরে বসে ছিলেন তিনি। কথা হয়েছে, শাহরুখ, রানী মুখার্জির সঙ্গে।
বি টাউনের ‘বাদশা’র অনেক বড় ফ্যান তৃণা। তাঁর সঙ্গে দেখা করার স্বপ্ন বহুদিনের। গতকাল অভিনেত্রীর সেই স্বপ্ন পূরণ করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহরুখের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। গতকালের ঘোর যেন কিছুতেই কাটছে না পর্দার গুনগুনের। শুক্রবার আনন্দবাজার অনলাইনের কাছে অভিনেত্রী প্রতিক্রিয়া দেওয়ার সময়ই বেশ বোঝা যায় সেই কথা।
এমনিতেই গতকালের অনুষ্ঠানে তৃণা এবং শাহরুখের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, রানী মুখার্জির সঙ্গে কথা বলছেন তৃণা। আর তাঁর দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছেন এসআরকে। ‘খড়কুটো’ নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইল খুললেই চোখে পড়ছে সেই ছবি।
গতকাল ‘বাদশা’র সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা কেমন ছিল? আনন্দবাজার অনলাইনের তরফ থেকে তৃণার সামনে রাখা হয়েছিল এই প্রশ্ন। অভিনেত্রীর জবাব, ‘আসলে কাল আমার ওই মঞ্চে বসার কথাই ছিল না। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) বলেন মঞ্চে বসতে। টিভির দুনিয়া থেকে আমি একাই ছিলাম সেই মঞ্চে। এটা একটা প্রাপ্তি। বসেছিলাম শাহরুখের ঠিক পিছনে। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ওনার সঙ্গে দেখা করার’।
তৃণার সংযোজন, ‘গতকাল দিদি ওনার সঙ্গে আলাপ করিয়ে দেন। প্রথম আলাপে আমার হাতে আলতো করে চুম্বন করলেন। আর আমি ওখানেই শেষ হয়ে গেলাম… অনেক বছরের স্বপ্ন কাল পূরণ হল। কাল যে কার মুখ দেখে উঠেছিলাম!’