• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিবাহবার্ষিকীতেও আলাদা! বিচ্ছেদের জল্পনার মাঝেই বড়সড় ঘোষণা করলেন তৃণা

Published on:

Neel Bhattcharya Trina Saha Anniversary

বিগত বেশ কিছুদিন ধরে টলিপাড়ায় জোর গুঞ্জন (Rumour) সম্পর্ক ভাঙছে (Breakup) টেলিভিশন দুনিয়ার লাভ বার্ডস তৃণা সাহা (Trina Saha) এবং নীল ভট্টাচার্যের (Neel Bhattcharya)। যদিও সমস্ত জল্পনা উড়িয়ে বিবাহ বার্ষিকীতে (Marriage Anniversary) একসাথে ছবি দিয়ে নিন্দুকদের মুখে ঝামা ঘষে নিলেন ছোট পর্দার গুনগুন অভিনেত্রী তৃণা। ২০২১ সালে আজকের দিনেই অর্থাৎ ৪ ফ্রেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন টেলিপাড়ার এই দুই মিষ্টি জুটি। কিন্তু এবছর বিবাহ বার্ষিকীটা আর একসাথে পালন করতে পারছেন না তাঁরা।

কারণ হিসাবে জানা যাচ্ছে নীল তৃণা দুজনেরই কাজের তুমুল ব্যস্ততা। যদিও বিবাহ বার্ষিকীর আগে ইতিমধ্যেই ছুটি কাটাতে দুবাই উড়ে গিয়েছেন নীল। আর তাঁর সফরসঙ্গী অভিনেত্রী অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়ের স্বামী রাহুল। ছুটি নেই তৃণার।  তাই নতুন সিরিয়াল বালি ঝড়ে শুটিংয়ের মধ্যেই কাটছে এ বছরের বিবাহ বার্ষিকী। ‘কিন্তু যা রটে তার কিছু তো বটেই’ এই ধারণায় বিশ্বাসী নেটিজেনদের একাংশের দাবী কাজের ব্যস্ততা অজুহাত মাত্র।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattcharya,তৃণা সাহা,Trina Saha,বিচ্ছেদ,Breakup,বিবাহবার্ষিকী,ভাইরাল ছবি,Viral Photo,Marriage Anniversary

আসলে কিছুদিন আগেই গিয়েছে তৃণার জন্মদিন। প্রতিবার তৃণার জন্মদিনে সারপ্রাইজ দেওয়া থেকে শুরু করে ধুমধাম করে সেলিব্রেশন কোন কিছুতেই খামতি রাখেন না নীল। কিন্তু এবার আর তাদের একসাথে সেলিব্রেট করা তো দূরের কথা একসাথে কোন ছবিও দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায়। আসলে আজকালকার দিনে সবটাই এতটাই বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছে যে বহুদিন ধরে প্রিয় জুটির একসাথে কোন ছবি কিংবা রীল  ভিডিও না দেখে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিলেন ‘তৃণীল’ জুটির অসংখ্য অনুরাগীরা।

তবে অনুরাগীদের আশ্বস্ত করে তৃণা  ইতিমধ্যেই জানিয়েছেন তাদের মধ্যে সবকিছুই ঠিক আছে। শুধু তাই নয় বিবাহ বার্ষিকীর সকালেই তৃণা নীলের সাথে একটি ছবি শেয়ার করে নিয়েছেন ইনস্টাগ্রামে। আর সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘চলো একসাথে বুড়ো হওয়া যাক’। এই ছবি নিমেষের মধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattcharya,তৃণা সাহা,Trina Saha,বিচ্ছেদ,Breakup,বিবাহবার্ষিকী,ভাইরাল ছবি,Viral Photo,Marriage Anniversary

যা দেখা মাত্রই খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এই জুটির অসংখ্য অনুরাগী। এছাড়া ছবির কমেন্ট সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই জুটির অসংখ্য অনুরাগী থেকে শুরু করে তাঁদের  অগণিত শুভাকাঙ্ক্ষীরা। কমেন্ট করেছেন জাতীয় স্তরের সংগীত শিল্পী শান। এ ছাড়াও নজর কেড়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল গুড্ডির অনুজ অভিনেতা রনজয় বিষ্ণুর কমেন্টও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥