বাংলা টেলিভিশন (Television) দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি জুটি হল নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহার (Trina Saha)। দু’জনেই টেলি দুনিয়ার নামী তারকা। নিজেদের কাজের মাধ্যমে তৈরি করেছেন পরিচিতি। স্বামী-স্ত্রী দু’জনেই সাফল্যের শীর্ষে রয়েছেন, সেই জন্য তাঁদের নিয়ে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় চর্চাও লেগেই থাকে। মাস খানেক আগে যেমন ‘তৃণীল’ জুটির বিচ্ছেদের খবরে সংবাদমাধ্যমগুলি ছেয়ে গিয়েছিল, মন খারাপ হয়ে গিয়েছিল তাঁদের অনুরাগীদের।
আসলে তৃণার জন্মদিনের সময় নীলকে দেখা যায়নি। এরপর শাহরুখপ্রেমী স্ত্রীকে ছাড়াই একা একা ‘পাঠান’ দেখতে চলে যান ‘বাংলা মিডিয়াম’ অভিনেতা। এমনকি ‘তৃণীল’ সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড সক্রিয় থাকলেও একসঙ্গে রিল বানানোও বন্ধ করে দিয়েছিলেন। ব্যস, দুইয়ে দুইয়ে চার করে নেন অনেকে। এরপরই শুরু হয়ে যায় তাঁদের বিচ্ছেদের গুঞ্জন।
যদিও নীল এবং তৃণা দু’জনেই সম্পূর্ণ বিষয়টিকে অস্বীকার করে বলেছিলেন সোশ্যাল মিডিয়ার বাইরেও তাঁদের একটি জীবন রয়েছে। পাশাপাশি এও বলেন, বিচ্ছেদের জল্পনা সম্পূর্ণ মিথ্যে। সম্প্রতি আবার তৃণা বলেন, স্বামী নীল ভট্টাচার্যের ধারাবাহিক (Serial) দেখার সময় তিনি পান না।
নীল এবং তৃণা দু’জনেই এই মুহূর্তে স্টার জলসার ধারাবাহিকে কাজ করছেন। একজনকে ‘বাংলা মিডিয়াম’ এবং দ্বিতীয়জনকে ‘বালিঝড়’এ মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে। স্বামী-স্ত্রী দু’জনেই পেশাগত দিক থেকে অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত হলেও তাঁদের মধ্যে কোনও রকমের প্রতিযোগিতা নেই বলেই জানিয়েছেন পর্দার ঝোড়া।
পাশাপাশি তৃণা এও বলেন, টিআরপি নিয়ে তিনি তেমন একটা চিন্তিত থাকেন না। যদিও তাঁর স্বামী তথা নীল বেশ চিন্তিত থাকেন বলেই জানিয়েছেন অভিনেত্রী। এমনকি খাবার টেবিলে বসেও নাকি মাঝেমধ্যে টিআরপি নিয়ে আলোচনা করেন ‘বাংলা মিডিয়াম’এর বিক্রম।
তবে ব্যস্ততার কারণে স্বামীর সিরিয়াল না দেখতে পারলেও, একটু ফাঁকা সময় পেলেই কিন্তু একসঙ্গে তা উপভোগ করেন ‘তৃণীল’ জুটি। চলতি বছর বসন্ত উৎসবেও একসঙ্গে দেখা গিয়েছে দু’জনকে। নিন্দুকদের মুখে ঝামা ঘষে এবং বিচ্ছেদের জল্পনা তুড়ি মেরে উড়িয়ে নীল-তৃণা যে বেশ সুখে সংসার করছেন তা আর আলাদা করে বলে দিতে হয় না।