• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরিবারের লোকেও কষ্ট পাচ্ছে! নীলের সাথে বিচ্ছেদ প্রসঙ্গে নিন্দুকদের কড়া জবাব তৃণার

Published on:

Trina Saha opens up about divorce rumour with Neel Bhattacharya on Valentine’s Day

বাংলা বিনোদন জগতের (Tollywood) অত্যন্ত জনপ্রিয় একটি জুটি হল নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহার (Trina Saha)। অনুরাগীরা তাঁদের একসঙ্গে ‘তৃণীল’ বলে ডাকে। তবে মাস খানেক ধরে শোনা যাচ্ছে, সংসার ভাঙতে চলেছে তাঁদের। বিয়ের দু’বছরের মাথাতেই তারকা জুটির বিচ্ছেদের খবরে বেশ অবাক হয়ে গিয়েছিল প্রত্যেকে। এবার এই বিষয়ে একটি নামী সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন তৃণা নিজে।

‘তৃণীল’এর সংসার ভাঙার গুঞ্জন শুরু হয় অভিনেত্রী জন্মদিনের পর থেকে। সোশ্যাল মিডিয়ায় তৃণা ‘বালিঝড়’ (Balijhor) সেটে জন্মদিন উদযাপনের ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে দেখা মেলেনি নীলের। এরপর সোশ্যাল মিডিয়াতেও স্ত্রীয়ের জন্মদিনে কোনও বিশেষ পোস্ট দেননি অভিনেতা। জল্পনা আরও তীব্র হয় যখন শাহরুখপ্রেমী তৃণাকে না নিয়ে একাই ‘পাঠান’ (Pathaan) দেখতে চলে যান অভিনেতা।

Neel Bhattacharya and Trina Saha

দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে ‘তৃণীল’এর বিচ্ছেদের সংবাদ। শোনা গিয়েছিল, আইনি দিক অবধি নাকি জল গড়িয়ে গিয়েছে। অবশেষে এবার প্রেম দিবসে একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় নীল এবং নিজের সম্পর্ক নিয়ে মুখ খোলেন তৃণা।

প্রেম দিবস স্পেশ্যাল সেই অনুষ্ঠানে ‘বালিঝড়’ অভিনেত্রী কথা বলেন তাঁর স্বামীকে নিয়ে। তৃণা বলেন, ‘আজকাল সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট না করা হলেই নানান ধরণের কথা উঠতে শুরু করে। আমি সত্যি সত্যি এর কারণ জানি না। আমাদের মা-বাবারা শেষ কবে একে অপরকে ‘আই লাভ ইউ’ বলেছেন তাও মনে নেই। কিন্তু তা সত্ত্বেও একসঙ্গে সংসার করছেন, ভালো আছেন। তাঁরাই তো আমাদের অনুপ্রেরণা’।

Neel Bhattacharya and Trina Saha

পর্দার ঝোরার সংযোজন, ‘কিছু জিনিস এমন থাকে যেগুলি আমরা সকলের সামনে আনতে চাই না। আমরা সেলিব্রেট করলাম কিনা, ছবি শেয়ার করলাম কিনা, সেটা দিয়ে আমার এবং নীলের ব্যক্তিগত জীবনটা প্লিজ বিচার করবেন না। আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ এমন খবরে আমাদের কাছের মানুষরা কষ্ট পান। নীল এবং আমার পরিবার অনেকটা বড়। আমাদেরও প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হয়। কারোর বিষয়ে কিছু লেখার আগে ভেবে দেখবেন তাঁরাও মানুষ। আপনার কোনও কাছের মানুষের সম্বন্ধে যদি এমন কিছু বলা হয় আপনার কি ভালোলাগবে?’

প্রেম দিবসের দিন তৃণা এক নন, নিন্দুকদের মুখ বন্ধ করেছেন নীলও। স্ত্রীয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘প্রেমদিবস স্পেশ্যাল। এখন ছবি শেয়ার করা খুব জরুরি। নাহলে প্রচুর কথা হবে’। উল্লেখ্য, নীল এবং তৃণা দু’জনেই এখন স্টার জলসার ধারাবাহিকে কাজ করছেন। নীলকে দেখা যাচ্ছে ‘বাংলা মিডিয়াম’ এবং ত্রিনা অভিনয় করছেন ‘বালিঝড়’ ধারাবাহিকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥