• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের আগেই ম্যাচিং পোশাকে তুঙ্গে রোমান্স! নীল-তৃনা জুটির ভিডিও শেয়ার হতেই তুমুল ভাইরাল

Published on:

তৃনা সাহা Trina Saha Viral Video ভাইরাল ভিডিও নীল ভট্টাচার্য Neel Bhattachartya

বাংলা টেলিভিশনের জনপ্রিয় দুই তারকা তৃণা সাহা (Trina Saha) ও নীল ভট্টাচার্য্য (neel bhattacharya)। দীর্ঘদিন ধরেই একেঅপরের সাথে প্রেম করছেন দুজনে। তবে এবার খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে বাঙালির প্রিয় নীল তৃণা জুটি। বিয়ের আগের প্রি ওয়েডিং থেকে  শুরু করে  ফটোশুট, এনগেজমেন্ট, সঙ্গীত সবই হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর শুধু কটা মাত্র দিনের অপেক্ষা আগামী ফ্রেবুয়ারী মাসের ৪ তারিখই এক হতে চলেছে চার হাত।

তৃনা সাহা Trina Saha Viral Video ভাইরাল ভিডিও নীল ভট্টাচার্য Neel Bhattachartya

তৃণা ও নীল উভয়েই দুজনেই সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়।প্রতিনিয়ত নিজেদের ছবি ও  ভিডিও শেয়ার করেন অনুগামীদের সাথে। বিয়ের আগের প্রি ওয়েডিং ফটোশুট হোক বা রোমান্টিক ভিডিও সবই শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

Trina Saha তৃনা সাহা Neel Bhattacharya নীল ভট্টাচার্য

সম্প্রতি তৃণা সাহা একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে নীল ভট্টাচার্যের সাথে রোমান্টিক হিন্দি গান ‘পিয়া বোলে’ গানে নাচতে দেখা যাচ্ছে তৃণাকে।ভিডিওতে দুজনেই ম্যাচিং গাঢ় লাল রঙের ড্রেস পরে আছেন। তৃণার পরনে রয়েছে লাল রঙের সিক‍্যুইনের শাড়ি সাথে গলায় জ্বলজ্বল করছে নেকলেস আর নীলের গায়ে রয়েছে লাল রাঙা শেরওয়ানি। ভিডিও শেয়ার করে তৃণা ক্যাপশনে লিখেছেন, ‘আমার সমস্ত হাসি তোমাকে দিয়েই শুরু হয়’। সাথে নীলকে ট্যাগ করেছেন তৃণা।

 

View this post on Instagram

 

A post shared by Trina Saha (@trinasaha21)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥