• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের আগে আর সবুর সইছে না! নীল তৃণা জুটির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল নেটপাড়ায়

জনপ্রিয় বাংলা সিরিয়াল খড়কুটোর অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) ও কৃষ্ণকলির অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। সিরিয়ালের জেরে দুজনেরই জনপ্রিয়তা তুঙ্গে। বাংলা অভিনেতা অভিনেত্রী হলেও জনপ্রিয়তার দিক থেকে নীল তৃণা কোনো সেলেব্রিটির থেকে কম নন। সিরিয়ালে বিবাহিত হলেও বাস্তব জীবনে এখনো বিয়ে করেননি দুজন। তবে, এবার শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে জনপ্রিয় জুটি নীল তৃণা। তাই বিয়ের আগে ব্যাচেলর পার্টিতে মজেছেন দুজনেই।

Trina Saha তৃনা সাহা Neel Bhattacharya নীল ভট্টাচার্য

   

কাজের ফাঁকেই চলছে বিয়ের তোড় জোড়, সামনের মাসেই বিয়ে বলে কথা! অবশ্য এরই মাঝে দার্জিলিং থেকে ঘুরে এসেছেন এই রোমান্টিক কাপল। আর দার্জিলিংয়েই এক নামিদামি হোটেলে চলেছে ব্যাচেলর পার্টি। বিয়ের কেনা কাটি থেকে শুরু করে প্রি ওয়েডিং শুট সমস্তটাই সারছেন একে একে। এমনকি আইবুড়োভাত খাওয়াও শুরু করে দিয়েছেন নীল ভট্টাচার্য। কৃষ্ণকলি সিরিয়ালের স্ত্রী শ্যামার কাছেই খেয়েছেন প্রথম আইবুড়ো  ভাত।

Neel Bhattacharya নীল ভট্ট্যাচার্য

সম্প্রতি ধুমধাম করে ফিল্মি স্টাইলে এনগেজমেন্ট সেরেছেন নীল তৃণা। ড্রোনের সাহায্যে উড়ে উড়ে এল এনগেজমেন্টের আংটি।  সেই আংটি নীল পরিয়ে দিলেন হবু স্ত্রী তৃণা সাহার হাতে। এরপর ফিল্মি কায়দায় এনগেজমেন্টের মঞ্চেই নাচতে শুরু করলেন নীল ভট্টাচার্য। শেষে একটি কেক কাটেন নীল তৃণা। এনগেজমেন্টের ভিডিও  শেয়ার করলে তা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছিল।

তবে, এখানেই শেষ নয়! সোশ্যাল মিডিয়াতে নীল তৃণা বেশ জনপ্রিয়। তাঁরা প্রতিদিনই নতুন নতুন ভিডিও শেয়ার করে মাতিয়ে রাখেন  নিজেদের অনুগামীদের। আর তার ব্যতিক্রম হননি দিনেও। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন নীল ভট্টাচার্য। ভিডিওতে বিয়ের আগেই রোমান্টিক মুডে দেখা যাচ্ছে নীল ভট্টাচার্যকে। আর রোমান্সের সময়ের কিছু অন্তরঙ্গ মুহূর্তের এই ভিডিও  শেয়ার  হওয়া মাত্রই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

 

View this post on Instagram

 

A post shared by Trina Saha (@trinasaha21)

site