• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পঞ্চ ব্যঞ্জন ছেড়ে শেষে কিনা ২২ ইঞ্চির পিৎজা! প্রি জামাই ষষ্ঠীতে তাক লাগলো নীল-তৃণা

Published on:

Trina Saha Neel Bhattacharya Pre Jamai Sasthi with 12 Inch Pizza Video Viral on social media

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল হলেন অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা নীল ভট্টাচার্য (Trina Saha & Nee Bhattacharya)। টেলি দুনিয়ার  এই মিষ্টি  জুটিকে নিয়ে বরাবরই দর্শকমহলে ক্রেজ রয়েছে চোখে পড়ার মতো। দেখতে দেখতে দু বছর হয়ে গেল বিয়ে করে এক ছাদের তলায় সুখের দাম্পত্য জীবন কাটাচ্ছেন জনপ্রিয় এই জুটি।

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন টলি পাড়ার এই জনপ্রিয় সেলেব কাপল।  প্রসঙ্গত সামনেই আসছে জামাইষষ্ঠী। এই জামাইষষ্ঠী উপলক্ষে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই  দেদার ভুরিভোজ আর খাওয়া-দাওয়ার এলাহী আয়োজন করে থাকেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সেলেব্রিটি দম্পতি,Celebrity Couple,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তৃণা সাহা,Trina Saha,জামাই ষষ্ঠী,Jamai Sasthi,বৌমা ষষ্ঠীBouma Sasthi,উদযাপন,Celebration,২২ ইঞ্চির পিৎজা,22 inch Pizza

আর এখন তো জামাইষষ্ঠীর সাথে সাথে নতুন প্রচলন হয়েছে বৌমা ষষ্ঠীরও। আর প্রতিবছর এই বিশেষ দিনে বিশেষভাবে নজর কাড়ে টেলিপারার  জনপ্রিয় সেলেব কাপল নীল তৃণার সাজানো গোছানো জামাই-বৌমা ষষ্ঠীর পরিবেশনা।

তবে এবার জামাইষষ্ঠীর আগেই প্রি জামাই ষষ্ঠী এবং বৌমা ষষ্ঠী সেলিব্রেট করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন এই জনপ্রিয় সেলিব্রেটি কাপল। দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁতে তাঁরা হাজির হয়েছিলেন প্রি জামাই ষষ্ঠী এবং বৌমা ষষ্ঠী সেলিব্রেশনে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সেলেব্রিটি দম্পতি,Celebrity Couple,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তৃণা সাহা,Trina Saha,জামাই ষষ্ঠী,Jamai Sasthi,বৌমা ষষ্ঠীBouma Sasthi,উদযাপন,Celebration,২২ ইঞ্চির পিৎজা,22 inch Pizza

তবে তারা এই দিনটাকে সেলিব্রেট করলেন একটু অন্যরকম ভাবে। তাই বাঙালি খাবার-দাবার ভুরিভোজ না করে এদিন নীল তৃণার এই প্রি জামাইষষ্ঠী এবং বৌমা ষষ্ঠীর সেলিব্রেশনের অন্যতম চমক ছিল একটা বাইশ ইঞ্চির কাস্টমাইজ পিজ্জা।

সেখানে ছিল বিভিন্ন স্বাদের পিজ্জা। এছাড়াও ছিল ফিস ফিঙ্গার, ফিস অ্যান্ড চিপস, বেকন ব়্যাপ পর্নস, স্টিম ইন মাগস স্পেশাল বিগেস্ট পিৎজা, গ্রিল চিকেন পেরি পেরি, ক্ল্যাসিক গ্রিলজ ফিস মতো অন্যান্য বেশ কিছু কন্টিনেন্টাল ডিশ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥