• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পোলাও-চিংড়ি-মাটনে জমজমাট নীল-তৃণার জামাইষষ্ঠী! রইল সেলিব্রেশনের অ্যালবাম

বাংলা টেলিভিশনের (Television) ‘পাওয়ার কাপল’ বলা হয় নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহাকে (Trina Saha)। স্বামী-স্ত্রী দু’জনেই টেলি দুনিয়ার প্রথম সারির শিল্পী। অনুরাগীরা তাঁদের ভালোবেস ‘তৃণীল’ বলে ডাকে। গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল, টেলি দুনিয়ার এই স্টার কাপলের সংসারে নাকি ভাঙন ধরেছে। শীঘ্রই ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন তাঁরা। তবে সে খবর যে একেবারে মিথ্যে তা জামাইষষ্ঠীর (Jamaisasthi) দিন আবারো প্রমাণিত হয়ে গেল।

তিন বছরে পা দিন নীল-তৃণার জামাইষষ্ঠী। দেখতে দেখতে তিন বছর হয়ে গেল একসঙ্গে চুটিয়ে সংসার করছেন তাঁরা। যদিও চলতি বছর তৃণার জন্মদিনের সময় থেকেই শোনা যাচ্ছিল, ‘তৃণীল’ জুটির সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। এরপর জানা যায়, এই বছর ষষ্ঠীতেও অভিনেত্রী থাকছেন না! এরপরই ফের চিন্তায় পড়ে যান অনেকে। নীল-তৃণার সংসারে সবকিছু ঠিক আছে তো? এই ভাবনা ঘিরে ধরে অনেক অনুরাগীরা।

   

Trina Saha and Neel Bhattacharya

উত্তরটা জানা গেল বৃহস্পতিবার সকালেই। আজ সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় এলাহি জামাইষষ্ঠী পালনের ছবি শেয়ার করেন ‘বালিঝড়’ অভিনেত্রী। যদিও আজ নয়, বরং গতকাল প্রি-জামাইষষ্ঠী পালন করেছিলেন তাঁরা।

Neel Bhattacharya and Trina Saha, Neel Bhattacharya and Trina Saha Jamaisasthi, Neel Bhattacharya jamaisasthi

আজ অর্থাৎ বৃহস্পতিবার বন্ধুর সঙ্গে সিঙ্গাপুর ঘুরতে চলে যাচ্ছেন তৃণা। সেই জন্য একদিন আগেই এলাহিভাবে প্রি-জামাইষষ্ঠী পালন করে অভিনেত্রীর মা। জামাই আদরে কোনও ত্রুটি যে তিনি রাখেননি তা তৃণার শেয়ার করা ছবি থেকেই স্পষ্ট।

Neel Bhattacharya and Trina Saha, Neel Bhattacharya and Trina Saha Jamaisasthi, Neel Bhattacharya jamaisasthi

বাসন্তী পোলাও, বেগুনি, কাশ্মীরি আলুর দল, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, আমের চাটনি, চিজ কে মিষ্টি দই সাজানো ছিল নীলের পাতে। শাশুড়ির আয়োজন করা এই এলাহি খাবারদাবার খেয়ে পেটপুজো করেন ‘বাংলা মিডিয়াম’ অভিনেতা।


গতকাল রাতে শ্যুটিং সেরে শ্বশুরবাড়ি পৌঁছন নীল। একটি নামী সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী জানিয়েছেন, তিনি বিদেশ চলে যাচ্ছেন বলে প্রি-জামাইষষ্ঠী আয়োজিত হয়েছিল তাঁদের বাড়িতে। তাঁর মা এবং বড়মাসি নিজের হাতে সকল রান্না করেছিলেন। তৃণা জানান, কেউ তাঁকে রান্নাঘরে ঢুকতেই দেয়নি। গতকাল ষষ্ঠীর সকল আচার অনুষ্ঠান পালন করে নীলকে নিজের হাতে খাইয়ে দেন তৃণার মা। এছাড়াও গতকাল উপস্থিত ছিলেন তৃণার তুতো বোন এবং জামাইবাবুরা। সব মিলিয়ে বিচ্ছেদের জল্পনা উড়িয়ে, নিন্দুকদের মুখে ঝামা ঘষে নীল-তৃণার জামাইষষ্ঠী যে একেবারে জমজমাট ছিল তা আর বলার অপেক্ষা রাখে না।