• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্রমেই কাছাকাছি আসছে ‘সৌগুন’ ! এবার গুনগুনের হাত জড়িয়ে ঘুমোলো সৌজন্য

Published on:

খড়কুটো গুনগুন সৌজন্য Gungun Soujony Trina Saha Koushik Roy

অন্যান্য সব ধারাবাহিককে টেক্কা দিয়ে এখন টিআরপি (TRP) শীর্ষে রয়েছে জনপ্রিয় সিরিয়াল খড়কুটো (Khorkuto)। ৭.৩০ টা বাজলেই প্রতিটা বাড়িতেই একই সঙ্গে শুরু হয়ে যায় এই সিরিয়াল দেখার ধুম। তার একটাই কারণ, এই ধারাবাহিকে কাহিনির নতুনত্ব, একান্নবর্তী পরিবারে মিলেমিশে থাকার মজা আর, সৌগুনের মিষ্টি প্রেম।
খড়কুটো গুনগুন সৌজন্য Gungun Soujony Trina Saha Koushik Roy

‘খড়কুটো’তে ছটফটে, মিষ্টি মেয়ে গুনগুনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha)। আর সৌজন্যের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কৌশিক রায় (Koushik Roy)। সিরিয়ালে গোমড়ামুখো সৌজন্যের সাথে বিয়ে হয়েছে গুনগুনের। বাবার কথায় মাত্র ৩৬৫ দিনের জন্য সৌজন্যকে বিয়ে করে শ্বশুর বাড়ি এসেছে গুনগুন। তারপর সে গ্র‍্যাজুয়েশনের পরীক্ষায় পাশ করে গেলেই ফের বাবার কাছে চলে যাবে এই ছিল শর্ত।

খড়কুটো গুনগুন সৌজন্য Gungun Soujony Trina Saha Koushik Roy

কিন্তু বিয়ের পর থেকেই সেই সব শর্ত যেন ক্রমেই উধাও হয়ে গিয়ে, সৌজন্য এবং গুনগুনের একে অপরের প্রতি তৈরি হচ্ছে অধিকারবোধ। দুজন দুজনকে চোখে হারাচ্ছে যেন। গুনগুন ঘুমোনোর সময় টেডিবিয়ারের বিকল্প হিসেবে সৌজন্যের হাত পেয়েই বেজায় খুশি। আর সৌজন্যরও গুনগুনের এই আবদার বেশ ভালো লাগতেই শুরু করেছে।

খড়কুটো গুনগুন সৌজন্য Gungun Soujony Trina Saha Koushik Roy

সাম্প্রতিককালে পর্ব গুলিতে দেখা যাচ্ছে, গুনগুন এখন সৌজন্যের কাছে খুঁজছে ভালোবাসা। আগের সেই ছটফটানিও যেন উধাও৷ এরমধ্যেই তুমুল ভাইরাল হল সৌজন্য গুনগুনের মিষ্টি রোমান্টিক মুহুর্তের কিছু দৃশ্য।

খড়কুটো গুনগুন সৌজন্য Gungun Soujony Trina Saha Koushik Roy

যেখানে গুনগুনের হাত জড়িয়ে শোয়ার আবদার জানায় সৌজন্য, আর ১০ গুনতে না গুনতেই গুনগুনও লক্ষ্মী মেয়ের মতো বরের বুকের উপর রেখে দেয় হাত। এবং সে জানায় স্বামীর মঙ্গলের জন্যই সে শাখা পলা পরে। ‘খড়কুটো’তে এইভাবেই ধীরে ধীরে কাছাকাছি আসছে সৌগুন। ৩৬৫ দিন পর আদৌও কি দুজন দুজনকে ছেড়ে থাকতে পারবে? এখন সেটাই দেখার।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥