জনপ্রিয় বাংলা সিরিয়াল (Serial) ‘খড়কুটোর (Kharkuto)’ অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha)। সিরিয়ালে গুনাগুনের চরিত্রে অভিনয় করছেন তৃনা। গম্ভীর সৌজন্যের সাথে বিয়ে হয়েছে গুনাগুনের আর বিয়ে থেকে শুরু করে বৌভাত এমনকি বিয়ের পরেও পাগলামি আর মনকষাকষির শেষ নেই। সিরিয়ালে সৌজন্য আর গুনাগুনের প্রেমকাহিনী বেশ মনে ধরেছে বাঙালি দর্শকদের। তবে বাস্তবে কিন্তু তৃনা সাহা আরেক জনপ্রিয় বাংলা সিরিয়াল কৃষ্ণকলির অভিনেতা নীল ভট্টাচার্যের (Neel Bhattacharjee) সাথে জুটিয়ে প্রেম করছেন।
শুধুই যে প্রেম করছেন তা নয়, আগামী ফ্রেবুয়ারিতে বিয়ে করতে চলেছেন নীল তৃনা। দুজনেই দীর্ঘ ১০ বছর ধরে প্রেম করছেন। আর বাংলা সিরিয়ালের এই দুই লাভ বার্ডস শেষ মেশ বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। নীল ভট্টাচার্য ও তৃনা সাহা দুজনেই সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয়। দুজনেরই লক্ষ লক্ষ অনুগামী রয়েছে। আর প্রতিদিনই নতুন নতুন ছবি আর ভিডিও শেয়ার করে অনুগামীদের মাতিয়ে রাখেন দুজনেই। বিশেষত তৃনা সাহা ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়েই থাকতে পছন্দ করেন।
নিজের বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তৃনা। এর মাঝেই অভিনেত্রী তৃনাকে কখনো হবু বর নীল ভট্টাচার্যের সাথে রোমান্টিক ভিডিওতে তো কখনো বিয়ের সাজে তুমুল নাচতে দেখা যায়। আর তৃনার ভিডিও শেয়ার হওয়া মাত্রই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তৃনার এরকমই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে নবর্ষের রাতে একসাথে চুটিয়ে মজা করতে দেখা যাচ্ছে লাভ বার্ডস নীল তৃনাকে। আর বিয়ের আগেই হবু বরের গানে চুমু দিয়ে আদরে ভরিয়ে দিলেন অভিনেত্রী তৃনা। ভিডিও শেয়ার করে ক্যাপশনে তৃনা লিখেছেন, ‘হাপিয়েস্ট নিউ ইয়ার’। তৃনার এই ভিডিও শেয়ার করার পর থেকেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই ৬৭ হ্যাজারেরও বেশি ভিউ হয়ে গিয়েছে ভিডিওতে।
View this post on Instagram