• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাড়ির সকলের সাথে শাশুড়িকেও ওয়েস্টার্ন পোশাক পরিয়ে ছাড়ল গুনগুন! তুমুল ভাইরাল ভিডিও

বাঙালি মানেই সিরিয়াল (Serial) ভক্ত! মেয়েরা তো বটেই ছেলেরাও অনেকেই সিরিয়াল দেখতে অভ্যস্ত। ষ্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘খড়কুটো (Kharkuto)’। সিরিয়ালে মূল চরিত্র গুনাগুনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha)। আর তার বর সৌজন্যের ভূমিকায় অভিনয় করছে অভিনেতা কৌশিক রায় (Kaushik Roy)। সৌজন্য হল স্বভাবে শান্ত ও গম্ভীর প্রকৃতির, আর অন্যদিকে গুনগুন হল একেবারে তার উল্টোটা। দুজনের মধ্যে হয়েছে বিয়ে আর এই দুই বিপরীত মানসিকতার মেলবন্ধন নিয়েই সিরিয়ালের গল্প।

Trina Saha Gungun Soujanyo Koushik Roy তৃনা সাহা গুনগুন সৌজন্য কৌশিক রায়

   

সিরিয়ালে সৌজন্যের পরিবার হল একান্নবর্তী পরিবার। আর গোটা পরিবারের সকলেরই ছটফটে গুনগুনকে বেশ পছন্দ। বড়লোক মেয়ে হলেও গুনগুন যেভাবে মিশে গিয়েছে বাড়ির সকলের সাথে আর সিরিয়ালে গুনাগুনের মজার সমস্ত কীর্তি বেশ মনে ধরেছে দর্শকদের। সৌজন্য গুনগুনের খুনসুটি, প্রেম সবই বেশ নতুনত্বের ছোঁয়া এনে দিয়েছে মেগা সিরিয়ালের একঘেয়েমিতে।

সম্প্রতি খড়কুটো সিরিয়ালের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে খড়কুটোর গোটা পরিবারকে একত্রে দেখা যাচ্ছে। তবে ইটা আসল কারণ মোটেও নয় ভাইরাল হবার। ছবিতে শশুর ,শাশুড়ি,জেঠি শাশুড়ি,কাকা, জা, ননদ সকলকেই দেখা যাচ্ছে তবে একটু অন্যভাবে। আসলে সকলেই পরে রয়েছে ওয়েস্টার্ন পোশাক। এমনকি বাদ যায়নি গুনাগুনের শাশুড়ি পর্যন্ত।

খড়কুটো সিরিয়ালের ফ্যানপেজে এই ভিডিওটি শেয়ার হয়েছে। আর ছবির সাথে ক্যাপশনে লেখা রয়েছে, ‘ বেচারা মিষ্টি বৌদি’। সিরিয়ালের গুনগুন বাড়ির সকলকে ওয়েস্টার্ন ড্রেস পড়তে বাধ্য করেছে। আসলে গুনাগুনের শশুর বাড়ীর লোকেরা তাকে শাড়ি পড়তে বলায় গুনগুন একটা শর্তই রেখেছে। শর্ট হল এই যে তাকে শাড়ী পড়তে হলে সকলকে ওয়েস্টার্ন আউটফিট পড়তে হবে। আর তাই সকলে হাজির হয়েছে ওয়েস্টার্ন পোশাকে।

খড়কুটো সিরিয়েল গুনগুন তৃনা সাহা Trina Saha

ভিডিওতে দেখা যাচ্ছে গুনগুন একে একে সকলের পোশাক চেক করছে। বাড়ির মিষ্টি বৌদি তো ওয়েস্টার্ন পোশাকে লজ্জায় মুখ নিচু করে লুকিয়ে পড়ার জোগাড়। কিন্তু গুনগুন বলে কথা সামনে টেনে এনে মিষ্টি বৌদিকে দেখেই গুনগুন বলে ওঠে ‘ওহ মিষ্টি বৌদি লাভলী লাগছে তোমাকে!’ এই শুনে লজ্জায় লাল হয়ে যায় মিষ্টি বৌদি। গুনগুন তথা অভিনেত্রী তৃনার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ঝরে গতিতে ভাইরাল হয়ে পড়েছে।