বাংলা সিরিয়ালের (Serial) অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha)। বর্তমানে সিরিয়াল আর সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ ফেমাস তিনি। সিরিয়ালে যেমন চুটিয়ে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন, তেমনি বাস্তবেই চুটিয়ে করছেন প্রেম। ‘খড়কুটো’ সিরিয়ালে মুখ গোমড়া সৌজন্যের সাথে বিয়ে হতে চলেছে গুঞ্জন ওরফে তৃনার। কিন্তু বাস্তবে তৃনা প্রেম করেন কৃষ্ণকলি সিরিয়ালের শ্যামার বর অভিনেতা নিখিলের সাথে।
অভিনেত্রী তৃনা, সোশ্যাল লাইফে ভীষণ রকম অ্যাক্টিভ। প্রতিনিয়ত নিজের ছবি থেকে শুরু করে রিলের ভিডিও শেয়ার করেন অনুগামীদের সাথে। ভিডিওতে কখনো রোমান্স তো কখনো মিষ্টি প্রেমে খুঁনসুটি দেখা যায়। আবার মাঝে মধ্যেই সিরিয়ালের সেটে বা মেকাপ রুমে বাকি সহশিল্পীদের সাথে মেতে ওঠেন অভিনেত্রী। সেই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে তা মুহূর্তে চরম ভাইরাল হয়ে পরে।
সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে অভিনেত্রীকে লাল টুকটুকে লেহেঙ্গায় নববধুর সাজে দেখা যাচ্ছে। সাথে রয়েছে হাতে শাখা পলা ও মাথায় কনের মুকুট। অর্থাৎ বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী, আগেই বলেছি সিরিয়ালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গুঞ্জন ওরফে তৃনা।
তবে, মজার বিষয় হল বিয়ের সাজে বিয়ের পিঁড়িতে যেতে যেতেই বাকি সঙ্গীদের সাথে ভাইরাল গান ‘টুম্পা সোনা, দুটো হাম্পি দেনা’ গানে তুমুল নাচ শুরু করেছেন অভিনেত্রী। ‘টুম্পা সোনা’ গানে বিয়ের সাজে অভিনেত্রীর এই তুমুল নাচের ভিডিও শেয়ার হওয়া মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে। মাত্র কিছু ঘন্টার মধ্যেই ভিডিওতে ২৮ হাজারেরও বেশি লাইক পরে গিয়েছে।
View this post on Instagram