খড়কুটো সিরিয়ালের অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। সিরিয়ালে ছটফটে গুনগুনের চরিত্রে অভিনয় করছেন তৃণা। আজ অভিনয়ের দক্ষতায় সকলেরই মন জিতে নিয়েছেন অভিনেত্রী, তবে কেরিয়ারের শুরুটা মোটেও এত সহজ ছিল না তার পক্ষে।
ইংলিশ মিডয়ামে পড়ার দরুণ বাংলা উচ্চারণে বেশ সমস্যা ছিল তার। আর তার কারণে শ্যুটিং -এর আগে তৃণার হাতে তুলে দেওয়া হত বর্ণপরিচয়। আর সেখান থেকেই বাংলার পাঠ নিতেন অভিনেত্রী।
প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর ‘খোকাবাবু’ ধারাবহিক দিয়েই অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। আর এই স্নেহাশিস বাবুই ছিলেন অভিনেত্রীর বাংলার মাস্টারমশাই। বাংলা ধারাবাহিক আর তার মুখ্য চরিত্র কিনা শুদ্ধ উচ্চারণে বাংলা বলতে পারবেন না? এতো চলতে পারেনা। তাইই শ্যুটিং এর আগে অভিনেত্রীকে পড়াতে বসাতেন তিনি।
তবে এই কারণে বিন্দুমাত্র অভিমান ছিলনা তৃণার। বরং তিনি প্রকাশ্যেই বারংবার স্বীকার করেছেন তার আজ এই সাফল্যের পিছনে স্নেহাশিস বাবুর অবদানের কথা। সহকারী পরিচালক হিসেবেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন তৃণা। অপর্ণা সেনের ‘আরশিনগর’ থেকে শুরু পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে সহ-পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। আর আজ তিনি ক্যামেরার পিছন থেকে সরাসরি পর্দা মাতাচ্ছেন স্বমহিমায়।