• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা বলতে হোঁচট খেতেন! তাই শ্যুটিং এর আগে ‘বর্ণপরিচয়’ থেকে পাঠ নিতেন গুনগুন

তৃণা সাহা,বর্ণপরিচয়,খড়কুটো,গুনগুন,বাংলা,Trina Saha,Bornoporichoy,gungun,khorkuto,bengali

খড়কুটো সিরিয়ালের অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। সিরিয়ালে ছটফটে গুনগুনের চরিত্রে অভিনয় করছেন তৃণা। আজ অভিনয়ের দক্ষতায় সকলেরই মন জিতে নিয়েছেন অভিনেত্রী, তবে কেরিয়ারের শুরুটা মোটেও এত সহজ ছিল না তার পক্ষে।

ইংলিশ মিডয়ামে পড়ার দরুণ বাংলা উচ্চারণে বেশ সমস্যা ছিল তার। আর তার কারণে শ্যুটিং -এর আগে তৃণার হাতে তুলে দেওয়া হত বর্ণপরিচয়। আর সেখান থেকেই বাংলার পাঠ নিতেন অভিনেত্রী।

খড়কুটো গুনগুন Gungun Wearing Saree

প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর ‘খোকাবাবু’ ধারাবহিক দিয়েই অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। আর এই স্নেহাশিস বাবুই ছিলেন অভিনেত্রীর বাংলার মাস্টারমশাই। বাংলা ধারাবাহিক আর তার মুখ্য চরিত্র কিনা শুদ্ধ উচ্চারণে বাংলা বলতে পারবেন না? এতো চলতে পারেনা। তাইই শ্যুটিং এর আগে অভিনেত্রীকে পড়াতে বসাতেন তিনি।

তৃণা সাহা,বর্ণপরিচয়,খড়কুটো,গুনগুন,বাংলা,Trina Saha,Bornoporichoy,gungun,khorkuto,bengali

তবে এই কারণে বিন্দুমাত্র অভিমান ছিলনা তৃণার। বরং তিনি প্রকাশ্যেই বারংবার স্বীকার করেছেন তার আজ এই সাফল্যের পিছনে স্নেহাশিস বাবুর অবদানের কথা। সহকারী পরিচালক হিসেবেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন তৃণা। অপর্ণা সেনের ‘আরশিনগর’ থেকে শুরু পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে সহ-পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। আর আজ তিনি ক্যামেরার পিছন থেকে সরাসরি পর্দা মাতাচ্ছেন স্বমহিমায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥