• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গাঙ্গুবাঈয়ের স্টাইলে মুখে বিড়ির জায়গায় টুথপিক নিয়ে আলিয়াকে নকল গুনগুনের! নিমেষে ভিডিও ভাইরাল

Published on:

trina saha,alia bhatt,gangubai,reel

সম্প্রতি মুক্তি পেয়েছে বহুপ্রতীক্ষিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi)’ ছবির ট্রেলার। সঞ্জয় লীলা বনসালির (Sanjay Leela Bhansali) পরিচালিত ছবিতে মূল গাঙ্গুবাই চরিত্রে থাকছেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। গাঙ্গুবাঈ রূপে আলিয়ার ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়েছিলেন সকলে। আর ট্রেলার দেখার পর তো সেই উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে

যেই ধাঁচের অভিনয়ে আলিয়াকে এতদিন পর্যন্ত দেখা গিয়েছে গাঙ্গুবাঈ তার থেকে এক্কেবারে আলাদা। গুজরাটের কাথিয়াওয়ারের বাসিন্দা গাঙ্গুবাঈয়ের লড়াইটা শুরু হয়েছিল সেই ১৬ বছর বয়স থেকে। অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতো যেই মেয়েটা এই নোংরা পুরুষতান্ত্রিক সমাজ তাকে বানিয়ে ছাড়লো পতিতা। গাঙ্গুবাঈয়ের জীবনের এই কঠিন লড়াইয়ের গল্পই ফুটে উঠবে সিনেমা জুড়ে।

Alia Bhatt as Gangubai Kathiyawadi Trailer Released

স্বভাবতই একজন পতিতার চরিত্রে অভিনয় করতে গিয়ে আলিয়াকে বেশ কিছু কড়া সংলাপ বলতে শোনা গিয়েছে৷ তার সাজ পোশাকেও কিন্তু বেশ ভিন্নতা লক্ষ্য করা গিয়েছে। এমনকি, গাঙ্গুবাঈয়ের লুক প্রকাশ্যে আসার পর থেকেই আলিয়াকে নিয়ে তুমুল মাতামাতি শুরু হয়েছে।

trina saha,alia bhatt,gangubai,reel

আগামী ২৫ শে ফেব্রুয়ারী মুক্তি পেতে চলেছে এই বহু প্রতীক্ষিত ছবি। তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গাঙ্গুবাঈয়ের আইকনিক সংলাপ। সোশ্যাল মিডিয়ায় তার লুক রিক্রিয়েট ও করে ফেলেছেন অনেকেই। এবার সেই তালিকায় জুড়লো অভিনেত্রী তৃণা সাহার নাম।

 

এদিন সোশ্যাল মিডিয়ায় দুটি রিল শেয়ার করেছেন আলিয়া। যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে, আলিয়ার স্টাইলে সোফায় বসে মুখে টুথপিক নিয়ে ডায়লগ বলছেন অভিনেত্রী। রিল ভিডিও দুটো শেয়ার করে ক্যাপশনে তৃণা লিখেছেন, ‘ছবিটি দেখার অপেক্ষায় আছি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥