এখন টলিপাড়ার হট-কেক নীল তৃণার জুটি৷ তৃ-নীলের অনুরাগী সংখ্যাও নেহাৎ কম নয়। বাঙালি দর্শকদের বা বলা ভালো সিরিয়ালপ্রেমীদের পছন্দের সিরিয়ালের মধ্যে অন্যতম হল ‘খড়কুটো’ ও ‘কৃষ্ণকলি’। দুই সিরিয়ালের মূল চরিত্রের মধ্যে রয়েছে ভালোবাসার তথা বৈবাহিক সম্পর্ক।
খড়কুটো সিরিয়ালের গুনগুন চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। আর অন্যদিকে কৃষ্ণকলি সিরিয়ালের শ্যামার বর নিখিলের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। বিগত ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পরিণতি দিয়ে বিয়ে করেছেন দুজনে।
সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয় নীল তৃণা উভয়েই। লক্ষাধিক অনুগামীদের জন্য নিয়মিত রিল ভিডিও শেয়ার করেন তারা। তবে, বিবাহের কারণে কিছুদিনের বিরতি পড়ে গিয়েছিল সোশ্যাল লাইফে। কিন্তু আর না, বিয়ে মিটতেই ফের দুজনে কোমড় বেঁধে ঝাঁপিয়ে পড়েছেন সোশ্যাল লাইফে।
কখনো বেড়াতে যাওয়া, তো কখনো ভালো কিছু খাওয়া দাওয়া, ভ্যাক্সিন নেওয়া বা রক্ত দেওয়া – তৃনীল যাই করুক না কেন তাদের অনুরাগীরা সেটা জানবেই। এবারেও তার অন্যথা হল না। জুন মাসের প্রথম দিনই অভিনেত্রী তৃণা সাহা নিজের ইন্সটা হ্যান্ডেলে নীলের গলা জড়িয়ে ‘চুমু’ খাওয়ার একটি ছবি শেয়ার করে জানালেন, “এটা আমার বরের জন্ম-মাস”।
বিয়ের পর এই নীলের প্রথম জন্মদিন। স্বভাবতই স্ত্রী হিসেবে স্বামীর প্রথম জন্মদিনে উচ্ছ্বাসটাও অন্যবারের থেকে একটু বেশিই তৃণার। তাই দেরী না করে মাসের প্রথম থেকেই অভিনেত্রী শুরু করে দিলেন সেলিব্রেশন, এখন দেখার বিশেষ দিনটিতে স্বামীর জন্য কি কি সারপ্রাইজ প্ল্যান করেন অভিনেত্রী।