বাংলা সিরিয়ালের অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। আজ অভিনেতার ৩১ তম জন্মদিন, তবে একটি কারণে আরো বেশি স্পেশাল এবারের জন্মদিন। বিয়ের পরে এটাই নীলের প্রথম জন্মদিন, সেই কারণে জন্মদিনে উপহারের পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে দিয়েছে স্ত্রী তৃণা সাহা (Trina Saha)।
সোশ্যাল মিডিয়াতে নীল ও তৃণা উভয়েরই লক্ষ লক্ষ অনুগামী রয়েছে। জন্মদিন উপলক্ষে তৃণা নিজের ইনস্টাগ্রামে জন্মদিন পালনের বেশ কিচ্চু ছবি শেয়ার করেছেন। সাথে রয়েছে একটি ভিডিও। ভিডিওটি রাত ১২টা বাজতেই কেক কাটতে দেখা যাচ্ছে নীল ভট্টাচার্যকে।
যেমনটা জানা যাচ্ছ ঘড়িতে রাত ১২টা বাজতেই নীলকে ঘুম থেকে তুলে চার চারটি কেক নিজে হাজির হয়েছেন তৃণা। এরপর একে একে সেই কেক কাটার পর্ব চলেছে। সাধারণত জন্মদিন বেশ বড় করেই পালন করেন সেলিব্রিটিরা। তবে বর্তমান করোনাকালে বাড়িতে স্ত্রী, মা বাবা ও সামান্য কিছু সংখ্যক ঘনিষ্ঠ বন্ধু নিয়েই ছোট করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
View this post on Instagram
জন্মদিন বলে কথা কেক কাটা হবে অনুষ্ঠান হবে আর গিফট থাকবে না তাও আবার হয় নাকি! জন্মদিনে স্বামী নীলকে একটা ইয়া বড় টিভি সেট আর একটা সাইকেল উপহার দিয়েছেন তৃণা। সাথে এলাহী খাবারের আয়োজন তো রয়েছেই। এমনকি যারা সরাসরি আসতে পারেনি তারা রান্না পাঠিয়ে দিয়েছে।
তবে, জন্মদিন পালন কিন্তু আদতে জন্মদিনের আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। কারণ জুন মাস পড়তেই নীলের সাথে একটি আদরঘন ছবি শেয়ার করেছিলেন তৃণা। তাছাড়া জন্মদিনের আগের রাতেই এক অনাথ আশ্রমের শিশুদের সাহায্য করতে গিয়ে একদফা জন্মদিন পালন হয়েছে আগেই। তবে আজকেও সেখানে যাবার ইচ্ছা প্রকাশ করেছেন নীল তৃণা।
ইতিমধ্যেই অসহায় মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছিলেন নীল তৃণা দুজনেই। এবার জন্মদিনেও এক অভিনব উদ্যোগ নিলেন তিনি। নীল-তৃণা যে অবসানে থাকে সেই আবাসনের নিরাপত্তারক্ষীদেরকেও জন্মদিন উপলক্ষে আমন্ত্রণ জানিয়েছে খাওয়া দেওয়ার জন্য। কারণ তাদের জন্যই সকলে সুরক্ষিত ও নিশ্চিন্তভাবে থাকতে পারে।
প্রসঙ্গত, বর্তমানে সিরিয়ালের শুটিং বন্ধ তাই বাড়ি থেকেই চলছে শুটিংয়ের পর্ব। বাড়ি থেকে ফোনের ক্যামেরা বা ডিএসএলআর দিয়ে শুট করেই পাঠাতে হচ্ছে নিজের অভিনয়। তবে জন্মদিনের দিন কি আর কাজ করা যায়! তাই আজকের দিনটা ছুটি নিয়েছেন অভিনেতা।