• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তবে কি বিচ্ছেদ সত্যি? প্রকাশ্যে হবু স্বামীর সাথে তৃণার ছবি!

Published on:

Trina Saha getting married again shares photo with new groom

অনেকদিন ধরেই টেলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল, নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha) নাকি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। ‘তৃণীল’ জুটির সুখের সংসারে ফাটল ধরার খবরে মন খারাপ হয়ে গিয়েছিল অনুরাগীদেরও। এসবের মাঝেই এবার শোনা যাচ্ছে, অভিনেতা কৌশিক রায়ের (Koushik Roy) সঙ্গে ফের বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী!

তৃণার জন্মদিনের পর থেকেই তাঁর এবং নীলের সংসারে ফাটল ধরার খবর শোনা যাচ্ছে। এরপর শাহরুখ-প্রেমী স্ত্রীকে ছেড়ে ‘পাঠান’ দেখতে চলে যান ‘বাংলা মিডিয়াম’ অভিনেতা। এমনকি এই বছর বিবাহবার্ষিকীতেও আলাদা ছিলেন ‘তৃণীল’ জুটি। শুধু তাই নয়, একসঙ্গে আর রিল বানাতেও দেখা যাচ্ছে না তাঁদের। তাই স্বাভাবিকভাবেই ‘তৃণীল’ অনুরাগীরা বেশ দুশ্চিন্তায় পড়েছিলেন। এসবের মাঝেই সামনে এল কৌশিক-তৃণার বিয়ের (Wedding) খবর!

Trina Saha and Koushik Roy, Balijhor, Jhora and Maharghya marriage

এমনিতেই ‘সৌগুন’ জুটি দর্শকদের দারুণ প্রিয়। ‘খড়কুটো’ ধারাবাহিকে কৌশিক এবং তৃণার রসায়ন দারুণ লেগেছিল দর্শকদের। এবার সেই কৌশিকের সঙ্গেই সাত পাক ঘুরতে চলেছেন তৃণা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে এই ‘সুখবর’ দিয়েছেন অভিনেতা নিজে।

তৃণার সঙ্গে একটি ছবি শেয়ার করে কৌশিক লিখেছেন, ‘আবার বিয়ে’। তবে এক্ষেত্রে জানিয়ে রাখা প্রয়োজন, বাস্তব জীবনে নয়, বরং ফের একবার রিল লাইফে বিয়ের পিঁড়িতে বসছেন কৌশিক-তৃণা। আসলে এই দুই তারকাকে এখন ‘বালিঝড়’এ দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকেই এখন বিয়ের ট্র্যাক চলছে। সেই বিয়ের কথাই বলেছেন কৌশিক।

Trina Saha and Koushik Roy, Balijhor, Jhora and Maharghya marriage

‘বালিঝড়’এর নিয়মিত দর্শকরা জানেন, তৃণা অর্থাৎ ঝোরা প্রেমিক স্রোতকে ভালোবাসে। স্রোতের চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাশিস রায়। কিন্তু ঝোরার মন্ত্রী বাবা সেই সম্পর্ক মানতে নারাজ। তিনি চান তাঁর সেক্রেটারি মহার্ঘ্যর (কৌশিক রায়) গলায় মালা দিক মেয়ে। তাই সিরিয়ালের কাহিনী অনুযায়ী, আবারও বিয়ের পিঁড়িতে বসছেন তৃণা। যদিও ঝোরা শেষ পর্যন্ত মহার্ঘ্যর গলায় মালা দেবে কিনা তা নিয়ে দর্শকদের মনেও সংশয় রয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Koushik Roy (@koushikroy06)


যদিও কৌশিকের সঙ্গে এটি তৃণার প্রথম বিয়ে নয়। এর আগে ‘খড়কুটো’ ধারাবাহিকেও সাত পাক ঘুরেছিলেন তাঁরা। ‘সৌগুন’ অনুরাগীরা মনেপ্রাণে চাইছেন, এবারও যেন কৌশিকের গলাতেই মালা দেন অভিনেত্রী। এবার দেখা যাক, তাঁদের সেই আশা লেখিকা পূরণ করেন কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥