• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৪ বার চেষ্টা করেও গর্ভধারনে ব্যর্থ! অবশেষে সলমনের চেষ্টায় মা হন এই লাস্যময়ী

Published on:

বলিউডে (Bollywood) নানাসময়েই নানা জল্পনার দরুণ খবরের পাতায় উঠে আসেন সলমন খান (salman khan)। বলিপাড়ার মোস্ট এলিজিবল ব্যাচেলরের নাম বারবার জড়িয়েছে নানা অভিনেত্রীর সাথে। অন্যদিকে হিন্দি টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ কাশ্মীরা শাহ। গোবিন্দার ভাগ্নে জনপ্রিয় কমেডিয়ান কৃষ্ণার পত্নীও তিনি। বেশ কয়েকবছর হল দুই যমজ সন্তানকে নিয়ে জমিয়ে সংসার করছেন তারা। কিন্তু প্রথমেই তাদের বিবাহিত জীবন এতটা সুখের ছিলনা। বলিউডের ভাইজান সলমন খানের জন্যই তাদের সংসারে অবশেষে শান্তি আসে।

২০১৩ সালে কাশ্মীরার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কৃষ্ণা। একটি ছবির সেটেই প্রথম দেখা হয়েছিল কৃষ্ণা-কাশ্মিরা। এরপর জমিয়ে প্রেম করার পর বেশ কয়েকদিন লিভ ইন থেকে কাশ্মীরাকে বিয়ের সিদ্ধান্ত নেন কৃষ্ণা। কিন্তু বিয়ের পর প্রায় ১৪ বার চেষ্টা করেও মা হওয়ার ইচ্ছা পূরণ হচ্ছিল না।
এতবার চেষ্টা করেও মা না হতে পারায় তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন কারিশ্মা। এরপর তিনি সিদ্ধান্ত নেন সারোগেসির।

আর এই সারোগেসি পদ্ধতিতে মা হওয়ার কথা করিশ্মাকে বলেন। এরপর ২০১৭ সালে দুটি যমজ ছেলের আইভিএফ পদ্ধতিতে সারোগেসির মাধ্যমে জন্ম দিয়েছেন কাশ্মিরা। অবাক লাগলেও এটাই সত্যি। সলমনের জন্যই মা ডাক শুনতে পেরেছিলেন করিশ্মা। তাই কৃষ্ণা করিশ্মা সলমনকে নিজের পরিবারের থেকেও অধিক মনে করেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥