• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুক থেকে খসে পড়ছে শাড়ি! ববি দেওয়ালের সঙ্গে ‘আশ্রম ২’ সিরিজে শয্যাদৃশ্যে বঙ্গ তনয়া ত্রিধা চৌধুরী

Published on:

সোশ্যাল মিডিয়ার দৌলতে বংক্রাশ ত্রিধা চৌধুরীকে কমবেশি সিনেপ্রেমীরা ভালো করেই চেনেন। টলিউডের বুম্বাদার সঙ্গে ‘মিশর রহস‍্য’ ছবিতে স্ক্রিন শেয়ার করলেও বর্তমানে টলিউডের থেকে বলিউডেই বেশি দেখা যাচ্ছে এই হট অভিনেত্রীকে। ইতিমধ‍্যেই বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয়ের সুবাদে প্রযোজকদের সুনজরে তিনি। সম্প্রতি এমএক্স প্লেয়ারের ‘আশ্রম ২’ ওয়েব সিরিজে ববিতার চরিত্রে অভিনয় করেছেন ত্রিধা। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই তাঁর বোল্ড ও দুরন্ত অভিনয় দক্ষতা আলোচনার কেন্দ্রে।

ওটিটি প্ল্যাটফর্মে ভালো অভিনয় ও সুঠাম দেহসৌন্দর্যের দৌলতে উঠে আসছে একের পর এক নতুন নাম, ত্রিধা সেই তালিকার নবতম সংযোজন। সিরিজের নাম ‘আশ্রম’ হলেও বেশ বোল্ড অবতারেই ধরা দিয়েছেন ত্রিধা। নতুন এই রূপে তরুণ নেটিজেনদের হৃদয় সহজেই অধিকার করে ফেলেছেন এই অভিনেত্রী। ওয়েব সিরিজের মূল চরিত্রে রয়েছেন ধর্মেন্দ্রর পুত্র ববি দেওল। তাঁর চরিত্র কাশীরাম বাবার সঙ্গে উষ্ণ ঘনিষ্ঠ দৃশ‍্যে অভিনয় করে সোশ‍্যাল মিডিয়ায় ভূমিকম্প এনেছেন ত্রিধা।

আন্তর্জাল বলছে, শুধু হিন্দি বা বাংলাই নয়, দক্ষিণী বক্সঅফিসেও নিজের ছাপ রেখেছেন ত্রিধা। তামিল, মালয়ালম ও তেলুগু ছবিতে অভিনয়ের পাশাপাশি সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওজ ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘বন্দিশ ব‍্যান্ডিটস’-এও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ত্রিধা।

২০১৩ সালে অভিনয় দুনিয়ায় নিজের কেরিয়ার শুরু করেন ত্রিধা চৌধুরী। প্রথমে বাংলা ছবি করলেও একে একে অন্যান্য ইন্ডাস্ট্রিতেও পাড়ি দেন তিনি। বলিউডেও বেশ সাফল‍্য পেয়েছেন তিনি। ধারাবাহিকের জগতে স্টার প্লাস চ‍্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘তহলিজ’ চুটিয়ে অভিনয় করেছেন ত্রিধা চৌধুরী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥