• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভোজপুরি গানে চুটিয়ে রঙ খেলছেন আশ্রমের ববিতা বৌদি! বঙ্গ তনয়া ত্রিধার নতুন লুক দেখে হাঁ ভক্তরা

Published on:

ত্রিধা চৌধুরীর,Tridha Choudhury,পবন সিং,Paban Singh,ভোজপুরি গান,Vojpuri Song,দোলের গান,Holi Song,Ashram Actress,আশ্রম অভিনেত্রী

বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরীর (Tridha Choudhury) হটনেস আর বোল্ড লুকের কথা নতুন করে কিছু বলার নেই। এমনিতেই অভিনেত্রীর চাবুক ফিগারে ঘায়েল গোটা দেশের অসংখ্য তরুণ হৃদয়। জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘আশ্রম’ খ্যাত ববিতা বৌদির রূপের জাদুতে মুগ্ধ গোটা নেটপাড়া। এই মিষ্টি নায়িকাকে প্রথমবার বড় পর্দায় দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজের মিশর রহস্য ছবিতে।

এরপর আরও বেশ কয়েকটি বাংলা সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেলেও ববি দেওয়াল খ্যাত জনপ্রিয় ওয়েব সিরিজ আশ্রমের ববিতা বৌদির চরিত্রে অভিনয় করে অসংখ্য অনুরাগীদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন এই বঙ্গ তনয়া ত্রিধা। এই সিনেমাটিতে ববি দেওয়ালের সাথে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে রীতিমতো দর্শকদের ঘাম ছুটিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

ত্রিধা চৌধুরীর,Tridha Choudhury,পবন সিং,Paban Singh,ভোজপুরি গান,Vojpuri Song,দোলের গান,Holi Song,Ashram Actress,আশ্রম অভিনেত্রী
এমনিতে সোশ্যাল নিজের বোল্ড লুকের জন্য দারুন জনপ্রিয় ত্রিধা।ভার্চুয়াল জগতে নজরকাড়া ফ্যান ফলোয়িং রয়েছে অভিনেত্রীর। তাই সোশ্যাল মিডিয়ায় ত্রিধা কোনো ছবি কিংবা ভিডিও শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়ে যায় নিমেষে। এবার হোলির আগে নতুন অবতারে এসে ফের একবার ভক্তদের চমকে দিলেন আশ্রমের ববিতা বৌদি।

ত্রিধা চৌধুরীর,Tridha Choudhury,পবন সিং,Paban Singh,ভোজপুরি গান,Vojpuri Song,দোলের গান,Holi Song,Ashram Actress,আশ্রম অভিনেত্রী
প্রসঙ্গত হাতে আর মাত্র কয়েকদিন তারপর সামনেই আসছে দোল। আর এই রঙের উৎসবে প্রত্যেক বছরেই মুক্তি নিত্যনতুন গান। সারাদেশের মতো প্রতিবেশী রাজ্য বিহারেও ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় দোল উৎসব। এই বিশেষ দিন উপলক্ষে মুক্তি পায় হোলি স্পেশাল নানা গানও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গতবছরের এমনই একটি হোলি স্পেশাল ভোজপুরি গানের ভিডিও।

ত্রিধা চৌধুরীর,Tridha Choudhury,পবন সিং,Paban Singh,ভোজপুরি গান,Vojpuri Song,দোলের গান,Holi Song,Ashram Actress,আশ্রম অভিনেত্রী
এই গানে জনপ্রিয় ভোজপুরি স্টার পবন সিংহের সাথে চুটিয়ে রঙ খেলতে দেখা যাচ্ছে বাঙালি অভিনেত্রী ত্রিধা কে। হোলি স্পেশাল এই গানটির নাম ‘ববুনি তারে রঙে মে’। এটি গানা প্রথম বার বিতে বছরে ইউটিউব (ইউটিউব) দেখতে দেখতে পাওয়া যায়। এই গানে ভোজপুরী সিনেমার অভিনেতা এবং গায়ক পবন সিং (Paban Singh) এবং ত্রিধা চৌধুরী এক সঙ্গে হোলি সামনের নজরে আসছেন। এটা গানা হিন্দিতে। হিন্দিতে এই গানগুলিকে লোকে খুব পছন্দ করছি৷ হলি কা রঙ এই বার লোকেদের হলি কে প্রথম থেকে শুরু করে দেখা হল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥