• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আদৃতকে ঘিরে ত্রিকোণ প্রেম,বন্ধ মুখ দেখাদেখি ! পুরো বিষয় নিয়ে মুখ খুললেন কৌশাম্বী-সৌমিতৃষা

মিঠাই,সৌমিতৃষা কুন্ডু,আদৃত রায়,সিরিয়াল,Mithai,Soumitrisha kundoo,Adrit Roy,serial,kaushambi mukherjee

এই মুহুর্তে ধারাবাহিকপ্রেমীদের কাছে খুবই পছন্দের একটি ধারাবাহিক মিঠাই (Mithai)। এই ধারাবাহিক যেন অভ্যেস হয়ে গিয়েছে বাংলার ঘরে ঘরে। মোদক পরিবারের জমজমাট মজা, হল্লা সবই দর্শকদের বেজায় পছন্দের। যৌথতা এই ধারাবাহিক প্রধান ইউএসপি। দর্শকরাও তাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন ধারাবাহিকের প্রতিটা পয়েন্ট৷ তাই টিআরপি তালিকায় যে পজিশনেই থাক না কেন শুরুর দিন থেকেই কিন্তু দর্শকমহলে অব্যাহত মিঠাই ম্যাজিক।কিন্তু এত সুন্দর পরিবার পর্দায় ঝলমল করলেও, বাস্তবে মোদক পরিবারের তিন সদস্যের মধ্যেই নাকি মন কষাকষি চলছে।

এই সিরিয়ালের হাত ধরেই মোদক বাড়ির ছেলে এবং বৌমা সিড -মিঠাই হয়ে উঠেছেন দর্শকদের একেবারে নয়নের মণি। ধারাবাহিকে মিঠাই (Mithai) চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu), এবং নায়ক সিডের চরিত্রে রয়েছেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। দর্শকরা ভালোবেসে তাদেরকে ‘আদৃতৃষা’ বলে ডাকেন।

মিঠাই,সৌমিতৃষা কুন্ডু,আদৃত রায়,সিরিয়াল,Mithai,Soumitrisha kundoo,Adrit Roy,serial,kaushambi mukherjee

পর্দার বাইরেও এই জুটির দুষ্ট মিষ্টি বন্ধুত্বপূর্ণ রসায়ন মনে ধরেছিল দর্শকদের। তবে ইদানিং, অফস্ক্রিনেও তুমুল চর্চায় রয়েছেন এই জুটি। আসলে সদ্য গিয়েছে পর্দার উচ্ছেবাবু অর্থাৎ আদৃত রায়ের জন্মদিন। কিন্তু সবাইকে অবাক করে আদৃতকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটা শব্দ পর্যন্ত খরচ করলেন না সৌমিতৃষা। আর এই এত বড় ঘটনাটা কারোরই চোখ এড়িয়ে যায়নি। এত মাখামাখি সব উধাও?

মিঠাই,সৌমিতৃষা কুন্ডু,আদৃত রায়,সিরিয়াল,Mithai,Soumitrisha kundoo,Adrit Roy,serial,kaushambi mukherjee

অন্যদিকে টেলি পাড়ার অন্দরেই কান পাতলে শোনা যাচ্ছে, আদৃত নাকি চুটিয়ে প্রেম করছেন তার অনস্ক্রীন দিদিয়া কৌশাম্বীর সাথে। এর জন্যই কি সৌমির আদৃতের উপর রাগ? প্রশ্ন উঠছিল। কিন্তু এবার এই চাপানউতোর অন্য মাত্রা পেল, যখন সৌমিতৃষা ও কৌশাম্বী ইন্সটাগ্রামে একে অপরকে আনফলো করলেন। আজকাল মনোমালিন্য হলে সবার আগে ইন্সটাগ্রামে আনফলো করেন একে অপরকে।

মিঠাই,সৌমিতৃষা কুন্ডু,আদৃত রায়,সিরিয়াল,Mithai,Soumitrisha kundoo,Adrit Roy,serial,kaushambi mukherjee

এক সময়ের গলায় গলায় বন্ধু সৌমিতৃষা এবং কৌশাম্বী সম্প্রতি একই কাজ করলেন৷ কিন্তু এক সাক্ষাৎকারে তারা জানান, এটা সম্পূর্ণ গুজব। তাদের হেনস্থা করা হচ্ছে এই সব রটিয়ে। তারা নাকি শ্যুটিং -এ খুব জমিয়েই কাজ করেন। অথচ আনফলো করার বিষয়টা এক্কেবারে এড়িয়ে গিয়েছেন কৌশাম্বী সৌমিতৃষা দুজনেই। এদিকে আদৃতের মতে কৌশাম্বী আর সে শুধুই ভালো বন্ধু, তারা বেস্ট ফ্রেন্ড।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥