• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একনিমেষে গায়েব সব ক্লান্তি! দু’দিনের ছুটিতে ঘুরে আসুন কলকাতার কাছের ‘মিনি মেঘালয়’ থেকে

আমরা অনেকেই পাহাড়ে (Mountain) ঘুরতে (Travel Destination) যেতে ভালোবাসি। তবে বাংলার মানুষ পাহাড়ের কথা শুনলেই দার্জিলিংয়ের কথা ভাবেন। তবে এখন ভিড়ে ঠাসা দার্জিলিংয়ের (Darjeeling) চেয়ে বাংলার ভ্রমণ পিপাসু মানুষরা অফবিট জায়গায় যেতে পছন্দ করেন। সেই জন্য বাংলার পর্যটকরা এখন বিভিন্ন অফবিট গ্রামগুলিতে (Offbeat Village) ছুটে যান।

আপনিও যদি কয়েকদিনের ছুটিতে কোনও অফবিট পাহাড়ি গ্রামে ঘুরতে যেতে চান তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন। আজ আমরা যে পাহাড়ি গ্রামের হদিশ তুলে ধরছি, সেখানে একবার গেলে দূর হয়ে যাবে সকল ক্লান্তি। কার্শিয়াংয়ে (Kurseong) অবস্থিত এই গ্রামের নাম বাগোরা (Bagora)। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামে গেলে ঠাণ্ডা একটু বেশিই অনুভূত হয়।

   

Mountain travel destination, Bagora village in Kurseong

পাহাড়ি এই গ্রামের গা বেয়ে উড়ে বেড়ায় মেঘ। এখানে যদি আপনি যান তাহলে আপনার মেঘালয়ের কথা মনে পড়তে পারে। দিনের বেলা এখানে মেঘ এবং এক চিলতে রোদ্দুর খেলা করে। কার্শিয়াং ভীষণ জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হলেও, বাগোরা খুব একটা পরিচিত নয়। তবে আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে অবশ্যই এই গ্রামে ছুটে যেতে পারেন।

সকালবেলা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এরপর শুরু হয় মেঘের খেলা। গোটা আকাশ ঢেকে যায় মেঘে। কখনও কখনও আবার মেঘের মধ্যে থেকেই উঁকি দেয় এক চিলতে রোদ্দুর। খুব কম মানুষ থাকে বাগোরায়। আপনি যদি কয়েকটা দিন প্রকৃতির কোলে কাটাতে চান তাহলে এখানে চলে যেতেই পারেন।

Mountain travel destination, Bagora village in Kurseong

এই গ্রামেই রয়েছে ছোট্ট একটা হোমস্টে। সাধারণ পরিবেশে এখানে কয়েকটা দিন আপনি কাটাতে পারেন। অনেকেই জানেন না, কার্শিয়াংয়ের দ্বিতীয় সবচেয়ে উঁচু গ্রাম হল এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এখানে বিমান ঘাঁটি তুলেছিল।

Mountain travel destination, Bagora village in Kurseong

এখান এখানে বিমান ওঠানামা না করলেও চপার রয়ে গিয়েছে। এছাড়া রয়েছে পাইন গাছের জঙ্গল। আপনি যদি কয়েকটা দিন সবুজের মাঝে কাটাতে চান তাহলে ছুটে যান বাগোরায়। প্রকৃতিকে চুটিয়ে উপভোগ করার জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন হল বাগোরা।