বাংলা সিরিয়ালের (Bengali Serial) নায়ক নায়িকা ছাড়াও কিন্তু দর্শকমহলে বেশ জনপ্রিয়তা রয়েছে পার্শ্বচরিত্রের (Side Role) অভিনেতা অভিনেত্রীদের। টেলিভিশনের পর্দা এমনই একজন অত্যন্ত পরিচিত অভিনেত্রী হলেন ত্রমিলা ভট্টাচার্য (Tramila Bhattacharya)। বেশিরভাগ সিরিয়ালেই মূলত খলনায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। তবে ত্রমিলা অভিনীত বেশিরভাগ নেগেটিভ চরিত্রেও থেকেছে নানা ধরনের শেড।
দেখতে দেখতে এই ইন্ডাস্ট্রিতে প্রায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন তিনি। দীর্ঘদিনের এই অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন এক ঝাঁক জনপ্রিয় মেগা সিরিয়ালে। ইতিতিমধ্যেই জায়গা করে নিয়েছেন ওয়েব সিরিজের জগতেও। কাজ করেছেন ওটিটি প্লাটফর্মে। তবে বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার একেবারে নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’ (Panchmi)-তে।
এই সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয় করছেন টেলিভিশনের মিষ্টি নায়িকা সুস্মিতা দে (Sushmita Dey)। এই সিরিয়ালে তার বিপরীতে প্রথমবার জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। ধারাবাহিকে তার নাম হয়েছে কিঞ্জল। এই কিঞ্জলেরই মায়ের চরিত্রে অভিনয় করছেন ত্রমিলা। ধারাবাহিকের চরিত্রের নাম হয়েছে ‘পয়মন্তী’ (Poimonti)।
প্রসঙ্গত অন্যান্য সিরিয়ালের তুলনায় এই সিরিয়ালে ত্রমিলা অভিনীত চরিত্রটি বেশ আলাদা। ছেলে কিঞ্জল অন্ত প্রাণ তার। সারাক্ষণ এই কিঞ্জলকেই চোখে হারান তিনি। তাকে কাছ ছাড়া করতে চান না কোন ভাবেই। সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার সাথে এক খোলামেলা সাক্ষাৎকারে বসেছিলেন অভিনেত্রী। সেখানেই তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল এই চরিত্রের প্রস্তাব তিনি হঠাৎ কিভাবে পেলেন?
এই প্রশ্নের উত্তরে প্রমিলার জানিয়েছেন সিরিয়ালে লেখিকা সাহানা দত্ত নিজে থেকেই ফোন করে তাকে এই চরিত্রের প্রস্তাব দিয়েছিলেন। প্রথমে চরিত্রটি সম্পর্কে শোনার পরে তা নিয়ে বেশ আগ্রহী হয়ে ওঠেন অভিনেত্রী। আর এখন সেই চরিত্রে অভিনয় করতে পেরে নাকি ত্রমিলার ভালো লাগা বেড়ে গিয়েছে দ্বিগুণ। অভিনেত্রীর কথায় ‘আসলে আমরা অভিনেতা অভিনেত্রীরা বিভিন্ন লেখকের চরিত্রে বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করতে করতে প্রতিদিনই নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি, আর সেটাই আমাদের পাওনা।’