• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের অন্যতম সেরা ড্যান্সার নোরা ফাতেহির ট্রাডিশনাল লুক ঢেউ তুলছে যুবকদের মনে

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি, বর্তমানে তার জনপ্রিয়তা তুঙ্গে। নিজের বেলি ড্যান্সের জন্য অভিনেত্রী অল্প সময়েই ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। দিনে দিনে তার ফলোয়ারের  সংখ্যা বেড়েছে প্রচুর। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী প্রতিনিয়ত নিজের ফটোশুটের ছবি থেকে শুরু করে বিভিন্ন নাচের ভিডিও শেয়ার করেন ভক্তদের সাথে। সোশ্যাল মিডিয়াতে থাকা  কয়েক মিলিয়ন ভক্তের জন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ছবি বা ভিডিও ভাইরাল হতে বেশি দেরিও লাগে না।

 

   

 

নোরার যে কোনো ছবিই ভক্তদের দারুন পছন্দ। তবে নোরা কিছু ট্রাডিশনাল ছবি দিয়েছেন নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে যা দেখলে হয়তো আপনিও চোখ ফেরাতে পারবেন না। দেখে নিন শাড়ি পড়ে নোরা ফাতেহির  ট্রাডিশনাল লুক।

 

 

কিছুদিন আগে নোরা একটি  ফটোশুট করেছিলেন, যেখানে শাড়ি পরে ছবি দিয়েছিলেন নোরা। সেই হালকা রঙের শাড়ি পড়া ছবি ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। ২১ লক্ষ্য ৫০ হাজারেরও বেশি লোকে সেই ছবিতে লাইক দিয়েছিল।

 

 

নোরা ফাতেহি এমন অনেক আইটেম সং এ কাজ করেছেন যেখানে তাকে ট্রাডিশনাল শেয়ার পরে কাজ করতে হয়েছে। তার সেই ট্রাডিশনাল কাজের ছবি গুলি অসাধারণ।

 

 

অভিনেত্রী নোরা তার নাচ ছাড়াও স্টাইল ও ড্রেসিং সেন্সর জন্য বেশ চর্চিত। বিভিন্ন সময় অভিনেত্রীকে বিভিন্ন ভাবে দেখা গেছে।

 

 

অনেক সময়ই অভিনেত্রীকে সাহসী পোশাকে দেখা গেছে, তেমনি অভিনেত্রীকে ট্রাডিশনাল পোশাকেও দেখা গেছে।

 

 

বিগ বস সিজেন ৯ এ লোকে তাকে চিনতে শুরু করে, এরপর ঝলক দিখলাজ ২ তে তার নাচ দর্শকদের মুগ্ধ করেছিল। অভিনেত্রীর “দিলবার” গানের ভিডিওটি দারুন জনপ্রিয় হয় দর্শক মহলে।

 

 

এর আগে “সাকি সাকি”, “কামারিয়া” ইত্যাদি গানের জেরে বেশি জনপ্রিয় হয়েছেন নোরা। সম্প্রতি তিনি গুরু রান্ধওয়ার সাথে “নাচ মেরি রানী” নামক একটি ড্যান্স ভিডিও করেছেন, সেটিও এমুহুর্তে বেশ পপুলার।

 

 

নোরাকে শীঘ্রই নতুন একটি ছবিতে দেখা যাবে। নোরা বলিউড অভিনেতা অজয় দেবগনের সাথে “ভুজ : দ্যা প্রাইড অফ ইন্ডিয়া ” ছবিতে কাজ করবেন। করোনা মহামারীর জেরে এই ছবির শুটিং বর্তমানে বন্ধ আছে।

site