• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলার অভিনেতাদের দিয়ে কম টাকায় কাজ করায় বলিউড! টোটার জবাব ‘টলিউডের মানুষ কর্কট রাশির’

Published on:

টোটা রায়চৌধুরী,Tota Roy Chowdhury,কর্কট,Cancer,বলিউড,Bollywood,টলিউড,Tollywood

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত এবং দাপুটে অভিনেতা হলেন টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। তবে শ্রীময়ী শেষ গেলেও আজও কিন্তু বাংলার ঘরে ঘরে তিনি রোহিত সেন (Rohit Sen) নামেই পরিচিত। এমনিতে বছরভর কখনও সিনেমা, তো কখনও ওয়েব সিরিজের কাজে তুমুল ব্যস্ত থাকেন অভিনেতা। টলিউড থেকে বলিউড (Bollywood) উভয় ইন্ডাস্ট্রিতেই দাপিয়ে কাজ করছেন অভিনেতা। তাই হাতে ঠাসা কাজ নিয়ে আজ কলকাতা তো কাল মুম্বাই করতে হয় অভিনেতাকে।

কিন্তু সম্প্রতি টলিউডের (Tollywood) অভিনেতাদের বলিউডে কাজ করতে যাওয়া নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন টলিপাড়ার একটা বড় অংশ। তাঁদের দাবি, কম টাকায় কাজ করানোর সুযোগ পেয়ে বাংলা থেকে অভিনেতাদের নিয়ে যাওয়া হচ্ছে। তবে নিন্দুকদের কথায় কান দিতে নারাজ টোটা। উল্টে তিনি টলিউডের মানুষরা কর্কট (Cancer) রাশির হয় বলে উল্লেখ করেছেন।

টোটা রায়চৌধুরী,Tota Roy Chowdhury,কর্কট,Cancer,বলিউড,Bollywood,টলিউড,Tollywood

এপ্রসঙ্গে টোটা বলেন, ‘টলিউডের বেশির ভাগ মানুষের রাশি যে কর্কট, আমি জানি। সেটা তাঁদের কাঁকড়াপনা দেখলেই বোঝা যায়।’ সেইসাথে পর্দার রোহিত সেনের দাবি ‘ওঁরা জানেনই না, সর্বভারতীয় স্তরে যা পারিশ্রমিক সেটাই আমরা পাই বা নিই। ওঁদের মাথাতেও আসে না, কলকাতা থেকে অভিনেতা নিয়ে যাওয়ার খরচা বেশি। থাকা, খাওয়া, সব মিলিয়ে। বলিউডের থেকে শিল্পী নিলে বরং কম খরচে হয়ে যায়। তবু ওঁরা আমাদের ডাকেন কাজের মান দেখে।’

টোটা রায়চৌধুরী,Tota Roy Chowdhury,কর্কট,Cancer,বলিউড,Bollywood,টলিউড,Tollywood
এখানেই শেষ নয় বলিউডের প্রশংসায় পঞ্চমুখ টোটা বলেন ‘মুম্বইতে কাজ করতে গেলে এ-লিস্ট ছাড়া সকলকেই অডিশন দিতে হয়। ১৫-২০ জন শিল্পী শুধু একটা দৃশ্যের কাজের জন্য লাইন দেন। সেখানে কলকাতার শিল্পীরা সুযোগ পান, মানে তাঁদের সেই গুণগতমান রয়েছে কাজের। তাঁরা দর্শকদের মনে স্থান করতে পারে সহজে। তাই সুযোগ আসে।’

Tota Roychowdhury টোটা রায়চৌধুরী
পাশাপাশি টোটার আরও সংযোজন, ‘বলিউড এখন ফ্রেশ মুখ চাইছে,যাঁরা খুব সহজে যে কোনও চরিত্রে অভিনয় করতে পারবেন। বাংলা ছবি ১৮-২০ দিনের মধ্যে শুটিং করা হয়ে যায়। সেখানে মুম্বইয়ে ৬০ দিন লাগে। আমরা কাজের দিক থেকে অনেক এগিয়ে। বলিউডে এখন অন্যধারার ছবি হচ্ছে। যেখানে অভিনেতার প্রয়োজন। এই সব কারণেই বলিউড কলকাতার শিল্পীদের নিয়ে কাজ করতে চায়।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥