• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৮ দিনে কমেছে আড়াই কেজি ওজন, রোহিত সেন থেকে ফেলুদা হতে জোর প্রস্তুতি চলছে টোটা রায়চৌধুরীর

বাংলা ইন্ডাস্ট্রিতে ফিটনেস ফ্রিক অভিনেতাদের কথা উঠলে প্রথমেই নাম আসে টোটা রায়চৌধুরীর (Tota Roy Chowdhury)। বয়স চল্লিশ পেরিয়ে গেলেও আজ পর্যন্ত অভিনেতা নিজের শরীর স্বাস্থ্য যেভাবে বজায় রেখেছেন তা নিঃসন্দেহে প্রশংসার বিষয়। লীনা গাঙ্গুলীর লেখা শ্রীময়ী সিরিয়ালের রোহিত সেনের (Rohit Sen) চরিত্রে অভিনয় করে ছোটপর্দায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। তবে কিছুদিন আগেই শেষ হয়েছে এই সিরিয়াল।

তবে সিরিয়াল শেষ হয়ে গেলেও দর্শকমহলে আজও সমান জনপ্রিয় রোহিত সেন। তাই এখনও পর্দায় রোহিত সেনের প্রত্যাবর্তনের আশায় থাকেন তার অসংখ্য অনুরাগী। এমনিতে সারাবছর তুমুল ব্যস্ত থাকেন অভিনেতা। হাতে ঠাসা কাজ নিয়ে আজ কলকাতা তো কাল মুম্বাই করতে হয় অভিনেতাকে। টলিউড থেকে বলিউড (Bollywood) উভয় ইন্ডাস্ট্রিতেই দাপিয়ে কাজ করছেন অভিনেতা।

   

ওয়েব সিরিজ,Web Series,টোটা রায়চৌধুরী,Tota Roy Chowdhury,বলিউড,Bollywood,রোহিত সেন,Rohit Sen

তাই দু’দিক সামলে এখনই ছোট পর্দায় ফেরার সময় আপাতত নেই অভিনেতার কাছে। গত বছরের একেবারে শেষের দিকে মাঠে বন্দুক হাতে একেবারে কম্যান্ডো কায়দায় ট্রেনিং করার একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেতা। তার অ্যাকশন ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছিল ঝড়ের গতিতে। সেসময় অভিনেতা জানিয়েছিলেন প্রথম সারির এক প্রযোজনা সংস্থা থেকে হিন্দি ওয়েব সিরিজের প্রস্তাব পেয়েছেন টোটা,তার জন্যই প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা।


প্রসঙ্গত ওই আসন্ন ওয়েব সিরিজের (Web Series) হাত ধরেই বলিউডের প্রথম হিন্দি ওয়েব সিরিজে নাম লেখাতে চলেছেন টোটা। তাই শ্যুট শুরু হওয়ার আগে একেবারে নিজের মতো করেই নিজেকে ঘষে মেজে নিচ্ছেন অভিনেতা। সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের অনাবৃত ঊর্ধ্বাঙ্গের ছবি শেয়ার করছে অভিনেতা জানিয়েছেন, মাত্র ১৮ দিনে আড়াই কেজি ওজন ঝরিয়েছেন তিনি।

ওয়েব সিরিজ,Web Series,টোটা রায়চৌধুরী,Tota Roy Chowdhury,বলিউড,Bollywood,রোহিত সেন,Rohit Sen

এই ছবির ক্যাপশনে টোটা আরও জানিয়ে লিখছেন,তিনি নিজেই নিজের শরীরচর্চার প্রশিক্ষক। আর এই অসম্ভব কে সম্ভব করার জন্য নিয়মিত হাঁটা, যোগ ব্যায়াম আর ক্যালিসথেনিক্স করেছেন অভিনেতা। শুধু তাই নয় মজার বিষয় হল কড়া ডায়েট চার্টের মধ্যে থেকেও নিয়মিত ভাত সহ অন্যান্য বাঙালি খাওয়ার খেয়েছেন অভিনেতা। তবে তা নির্দিষ্ট পরিমাণে। বহুদিন পর অ্যাকশনে ফিরে অভিনেতা বলেছেন, ‘‘বহু বছর পরে আবার অ্যাকশনে। আমি খুব খুশি। এখন ওজন কমানোর পাশাপাশি চলাফেরায়, অ্যাকশনে ক্ষিপ্রতা আনতে হবে। সে দিকেই এখন আমার পুরো মনোযোগ।’