• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এখনও লাগাতার প্রেমের প্রস্তাব পাচ্ছেন বছর চল্লিশের ‘যুবক’ টোটা রায় চৌধুরী!

‘টিন’ (TEEN) হোক বা ‘কাহানি ২’ (Kahaani 2), সাম্প্রতিক ‘দ্য গার্ল অন দি ট্রেন’ (The Girl On The Train) থেকে তেলেগু ছবি ‘কাত্থি’ (Kaththi), চুটিয়ে কাজ করতে করতেই অভিনয় জীবনের ইনিংসের দিকে পা বাড়িয়েছেন বছর চল্লিশের টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury)। ২০০৩ সালে ‘চোখের বালি’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwariya Rai Bachchan) বিপরীতে সকলের নজর কাড়েন টোটা।

যদিও বয়স ৪০ পেরোতে চলল, তবুও বয়সকে হার মানিয়ে যেন যৌবনকে বেঁধে রেখেছেন এই টলি-অভিনেতা (Tollywood)। সম্প্রতি বিখ্যাত মেগা ধারাবাহিক ‘শ্রীময়ী’-র (Shreemoyi) এক আড্ডায় টোটা জানালেন তাঁর জীবনের কথা। এই বয়সেই নাকি সবচেয়ে বেশি বিয়ের প্রস্তাব পাচ্ছেন তিনি, এমনই তথ্য উঠে এল তাঁর কথাতে!

   

Tota Roy Choudhury Feluda

বর্তমানে বাংলা ধারাবাহিকের জগতে ‘শ্রীময়ী’ একটি খ্যাতনামা নাম। এই ধারাবাহিকে ইন্দ্রাণী হালদারের (Indrani Halder) মত নামী অভিনেত্রীর সঙ্গে অভিনয় করছেন টোটা। ইতিমধ্যেই স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের সকল চরিত্রকে ছাপিয়ে গেছে রোহিত সেন ওরফে টোটা রায় চৌধুরী। অগুনতি তনয়ার ক্রাশ তিনি! রোহিত সেনের মতো স্বামী যে সকলেই চান, তা বারংবার উঠে এসেছে নেটিজেনদের কথাতে।

Tota Roy Choudhury Feluda

অন্যদিকে রোহিত সেনের চরিত্রে অভিনয় করে যে বেশ বিপাকে টোটা, তা স্বীকার করেছেন স্বয়ং টোটা! বিবাহিত হওয়ার পরেও যেভাবে বিয়ের সম্বন্ধের লাইন লেগে যাচ্ছে, তাতে টোটা কেন! বিব্রত বোধ করবেন যে কেউই। যদিও এ বিষয়ে আক্ষেপ রয়ে গিয়েছে অভিনেতার। হাসতে হাসতে টোটার বক্তব্য, “কম বয়সে যখন রোমান্টিক হিরোর ভূমিকায় কাজ করতাম, তখন এরকম বিয়ের প্রস্তাব আসা উচিত ছিল, কিন্তু দেখুন! এখন এইসব হচ্ছে।”

ইতিপূর্বে বহুদিন যাবৎ টলিমহলে কর্মরত থাকলেও সেভাবে চোখে পড়েননি টোটা। অভিনেতার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন না উঠলেও অনেক বোদ্ধাই বারংবার অভিযোগ তুলেছেন যে, টোটাকে হয়তো কাজে লাগানো হচ্ছে না সঠিকভাবে! যদিও বর্তমানে বলিউডে একাধিক অভিনয় করার পর অবশেষে লাইমলাইটে টোটা! একাধিক কাজের অফার আসছে তাঁর কাছে। ‘শ্রীময়ী’ ধারাবাহিক-এর হাত ধরে বহু বছর পর ছোটপর্দায় ফেরার পরই যে বেশ চাহিদা বেড়ে গেছে টোটার, তা আর বলার অপেক্ষা থাকে না।

Marriage Proposal,বিবাহ প্রস্তাব,Sreemoyee,শ্রীময়ী,টোটা রায়চৌধুরী,Tota Roychowdhury,Tollywood,টলিউড,Entertainment,বিনোদন,Bengali NEWS,বাংলা খবর

বয়স ধরে রাখার রহস্য কী? টোটাকে বারবার একই প্রশ্ন করেছেন বহু সাংবাদিক। টোটার উত্তর একটাই। প্রত্যেকদিন নিয়মিত শরীর চর্চা। এভাবেই নিজের বয়স আগলে রেখেছেন এই অভিনেতা। স্বাভাবিকভাবেই একাধিক বিয়ের প্রস্তাব আসবেই! শ্রীময়ীর এই বিশেষ আড্ডায় টোটা জানান, নতুন গল্প নিয়ে দর্শকদের চমকে দেবে ‘শ্রীময়ী’ পরিবার, তবে এই নতুন মোড়ের বিষয়ে সেভাবে খোলসা করেননি কেউই।