• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আজব কান্ড! মিঠাই-সিডকে আলাদা করতে গিয়ে সিদ্ধার্থের বাবাকে বিয়ে করছেন তোর্সার মা!

Published on:

মিঠাই Mithai Serial Sidharth Father Rebati

বর্তমানে বাঙালি বাড়িতে সন্ধ্যা নামলেই মিঠাইকে দেখতে টিভির সামনে হাজির সকলে। বাঙালি দর্শকদের একেবারে মিঠাই ম্যাজিকে মন্ত্র মুগ্ধ করেছে সিরিয়ালটি। বিগত কয়েক মাস ধরেই টিআরপি রিপোর্টও তাই বলছে। প্রতিবারেই একেবারে প্রথম মিঠাই। মোদক পরিবারের কাহিনীতেই যেন মাত হয়েছে বাঙালিরা। মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু আর সিদ্ধার্থের চরিত্রে আছেন অভিনেতা আদৃত রায়।

সিরিয়ালে সিড আর মিঠাইয়ের সম্পর্ক একেবারে কার্টুনের টম অ্যান্ড জেরির মতো। তবে তাদের মধ্যেকার কেমিস্ট্রি বাঙালি মন জিতে নিতে সক্ষম। প্রথমে মিঠাইকে একেবারেই দেখতে পারতো না সিড। সব কাজ হুড়মুড় করে করার জন্য তুফান মেল নাম দিয়েছে মিঠাইকে সিড। কিন্তু ধীরে ধীরে এই তুফান মেলের কাছেই কেমন যেন দুর্বল হয়ে প্রেমের বাঁধনে ধরা দিচ্ছে সিদ্ধার্থ। কিন্তু ইতিমধ্যেই মিঠাইকে ডিভোর্স দেবার জন্য রাজি হয়েছে সিদ্ধার্থ। অবশ্য ডিভোর্সের পেলার হাতে পেতেই কেমন যেন মিঠাইয়ের জন্য চিন্তা বেড়ে গেছে সিদ্ধার্থের।

মিঠাই Mithai

অন্যদিকে মিঠাই-সিদ্ধার্থের ডিভোর্সটা যাতে শীঘ্রই হয় সেটাই চাই সিদ্ধার্থের প্রেমিকা তোর্সা। আর শ্রীতমা ও রাতুলের বিয়ে মিটতেই মোদক পরিবারে তোর্সার মা হাজির হয়েছে ডিভোর্সের কাগজপত্র নিয়ে। এই সব মিলিয়ে যখন দর্শকরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন যে আদৌ ডিভোর্স হবে কি না! তখনই সিরিয়ালে তোর্সার মা রেবতীর সঙ্গে সিডের বাবা সমরেশের বিয়ের গুঞ্জন উঠছে! যদিও এটা যে খুব অসম্ভব তা কিন্তু নয়।রেবতীকে এখনো পর্যন্ত একাই দেখানো হয়েছে সিরিয়ালে। অন্যদিকে সিদ্ধার্থের বাবা বিপত্নীক।

torsa mother going to marry sids father,Mithai,Bengali Serial,মিঠাই,বাংলা সিরিয়াল

তাহলে কি সিদ্ধার্থের বাবা আর তোর্সার মায়ের মধ্যে ভালোলাগার সম্পর্ক তৈরী হয়েছে? সত্যিই কি বিয়ে হবে দুজনের? না চিন্তার কোনো কারণ নেই। কারণ আসল ব্যাপার হল এই সম্পূর্ণটাই দর্শকদের মজা করে করা কর্মকান্ড। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে এই নিয়ে একটি মিম বেশ ভাইরাল হয়ে পড়েছে। তোর্সার মা রেবতীর একটি ছবিতে লেখা রয়েছে, ‘ডিভোর্সি, সুন্দরী, শিক্ষিতা, আইনজীবী, গৃহকর্ম নিপুণা ও বিবাহ-বিচ্ছেদ নিপুণা রেবতী রায়ের সহিত সমরেশ মোদকের বিয়েতে আপনার আপত্তি আছে?’

মিমটি শেয়ার হবার পরেই বেশ ভাইরাল হয়ে পড়েছে। দর্শকদের অনেকেই মজা করে বলেছেন, ভালোই হয়। কারণ সিদ্ধার্থের বাবাকে বিয়ে করে নিলে মিঠাই আর সিদ্ধার্থের ডিভোর্সটা করাতে পারবে না রেবতী। যদি বিয়েটা করেন তাহলে সিদ্ধার্থ ছেলে হয়ে যাবে আর তোর্সা সিদ্ধার্থের বোন হয়ে যাবে। তবে আসলে কিন্তু এমন কোনো কিছুই হয়নি সিরিয়ালে। বর্তমানে লকডাউনের জেরে বরং শুটিং বন্ধ হয়ে গিয়েছে সিরিয়ালের। কিছু পর্ব ব্যাঙ্কিং করেছিল তাই সেই পর্বই দকেহান হচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥