• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই ভক্তদের জন্য দুঃসংবাদ! ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন তোর্সা, মন খারাপ মোদক পরিবারের

Mithai,Indian Bengali romantic comedy,drama television,television series,Bangla Serial,mithai torsha,torsha,siddarth,মিঠাই,তোর্সা,তন্বী লাহা রায়,Tonni laha roy,মিঠাই তোর্সা

বেশ কিছু সপ্তাহ অন্য ধারাবাহিককে জায়গা ছেড়ে পিছিয়ে পড়েছিল মিঠাই (Mithai)। তবে নিজেদের পুরোনো ঐশ্বর্য ফেরাতে চেষ্টার ত্রুটি রাখছিলেন না নির্মাতা থেকে শুরু করে ধারাবাহিকের কলাকুশলীরা৷ স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকের কাছে লাগাতার বেশ কিছু সপ্তাহ হেরে গিয়েছিল মিঠাই, তবে গত সপ্তাহেই পুরোনো সিংহাসন ফিরে পেয়েছে মিঠাই রানি। নানান ট্যুইস্ট, মজার গল্প, প্রেম সব মিলিয়ে ফের একবার বেঙ্গল টপার হয়ে নিজেদের সেরা প্রমাণ করে ছেড়েছে জি বাংলার এই ধারাবাহিক।

ধারাবাহিকের প্রতিটা চরিত্রই নিজগুণে তুখোড়। এই মুহুর্তে তো মিঠাই চললে বসার জায়গা ছেড়ে ওঠার ক্ষমতা হারাচ্ছে দর্শকেরা৷ কেননা টানটান পর্বে দেখানো হচ্ছে, সিডাই জুটির মন ভালো করা রোমান্স৷ ধারাবাহিকের সব চরিত্রর সঙ্গেই অন্যান্য চরিত্রদের রসায়ন বেজায় সুন্দর। হল্লা পার্টির দুষ্টুমি, কিংবা তোর্সা মিঠাইয়ের খুনসুটি, অথবা তোর্সার ষড়যন্ত্র সবই বেশ উপভোগ করেন দর্শকেরা।

Mithai,Indian Bengali romantic comedy,drama television,television series,Bangla Serial,mithai torsha,torsha,siddarth,মিঠাই,তোর্সা,তন্বী লাহা রায়,Tonni laha roy,মিঠাই তোর্সা

এই ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় একটি চরিত্র হল তোর্সা। ধারাবাহিকে তোর্সার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। কিন্তু জানা যাচ্ছে, ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন তন্বী। কেননা শেষ কয়েকটি এপিসোডেও তাকে দেখা যায়নি। স্বভাবতই, দর্শকদের মনে প্রশ্ন জাগতে শুরু করে তবে কি ধারাবাহিকে আর দেখা যাবেনা তোর্সাকে?

Mithai,Indian Bengali romantic comedy,drama television,television series,Bangla Serial,mithai torsha,torsha,siddarth,মিঠাই,তোর্সা,তন্বী লাহা রায়,Tonni laha roy,মিঠাই তোর্সা

এবার সবটা খোলাসা করা যাক, না না এক্ষুনি ধারাবাহিক থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না তোর্সা। আসলে শ্যুটিং এর ব্যস্ততা থেকে ফুরসত নিয়ে দিন কয়েকের জন্য পরিবারের সঙ্গে পুরী বেড়াতে গিয়েছিলেন তোর্সা ওরফে তন্বী৷ বাবার জন্মদিন উপলক্ষেই তাকে নিয়ে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই একেরপর এক ছবিও পোস্ট করেছেন তিনি।

Mithai,Indian Bengali romantic comedy,drama television,television series,Bangla Serial,mithai torsha,torsha,siddarth,মিঠাই,তোর্সা,তন্বী লাহা রায়,Tonni laha roy,মিঠাই তোর্সা

এদিকে খুব শিগগিরই মিঠাই ধারাবাহিকে আসতে চলেছে বড়সড় ট্যুইস্ট, যেখানে তোর্সার বিশেষ সিন নেই। সেই সুযোগটাই কাজে লাগিয়ে ফেলেছেন অভিনেত্রী৷ পরিবারের ভিলেনকে খুঁজতে গিয়ে জলের মধ্যে গাড়ি নিয়ে পড়ে যায় সিদ্ধার্থ। সিদ্ধার্থ এর বাঁচা মরা নিয়েই চলতে থাকে লড়াই। এখানেই শেষ নয়। অপেক্ষার এখনও বাকি। ধারাবাহিকে এন্ট্রি নেবে নয়া চরিত্র। কখন কোন দিক থেকে এন্ট্রি নেবে তার জন্য চোখ রাখতে হবে টিভির পর্দায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥