• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দক্ষিণী ছবির ঝড়ের মাঝেও মাথা তুলেছে বলিউড, রইল ২০২২ এর সর্বোচ্চ আয় করা ছবির তালিকা

করোনাকালে একবছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে ছন্দে ফেরার পর থেকেই দক্ষিণী ছবি (South Indian film) কার্যত বলে বলে টেক্কা দিয়েছে বলিউডের (Bollywood) ছবিগুলিকে। যেখানে বলিউডের ছবি রিলিজের কিছুদিন পরেই শোনা যেত ১০০-২০০ কোটির বক্স অফিস কালেকশন (Box Office Collection) সেখানে দক্ষিণী ছবি প্রথম দিনেই ১০০ কোটি টাকা তুলে নতুন ইতিহাস তৈরী করেছে। একেরপর এক ‘পুষ্পা’, ‘আরআরআর’ থেকে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর মত ছবিগুলি যেন বলিউডকে কোণ ঠাসা করে দিয়েছিল।

তবে বাইরে থেকে ঠিক যতটা মনে হচ্ছে ততটাও কোণ ঠাসা হয়নি বলিউড। বরং দক্ষিণী ছবির বাড় বাড়ন্তের মাঝেও দিব্যি টিকে রয়েছে বলিউড। বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন দেখে নিন ২০২২ সালের এপর্যন্ত বক্স অফিসে ঝড় তোলা সমস্ত ছবির মধ্যে সর্বোচ্চ আয় করা ছবির তালিকা। যেখানে রয়েছে বলিউডের ছবিও।

   

কেজিএফ চ্যাপ্টার ২,KGF Chapter 2,আরআরআর,RRR,দ্য কাশ্মীর ফাইলস,The Kashmir Files,বিস্ট,Beast,বিক্রম,Vikram,সারকারু ভারি পাতা,Sarkaru Vari Pata,ভালিমাই,Valimai,Bollywood,South Indian Movies,Kollywood,Box Office Collection,Bollywood Gossip

৭. ভালিমাই (Valimai) : দক্ষিণী তারকা অজিত কুমারের ছবি ভালিমাই। ছবিটি এবছরের ২৪শে ফেব্রুয়ারি রিলিজ করেছিল। রিলিজের পর দুর্দান্ত অ্যাকশন আর সুপার লুকসের জেরে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিল ছবিটি। দক্ষিণী এই ছবিটি ১০৫ কোটি টাকা যায় করেছিল বক্স অফিসে।

৬. সারকারু ভারি পাতা (Sarkaru Vari Pata) : দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু নামটা সকলেরই চেনা। এবছরেই অভিনেতার সারকারু ভারি পাতা ছবিটি রিলিজ হয়। এই ছবিরই ১৪০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে বক্স অফিসে।

Vikram Movie Box Office Collection

৫. বিক্রম (Vikram) : কামাল হাসান, দক্ষিণী সুপারস্টার হিসাবে সকলেই তাকে চেনেন। শুধু যে সাউথে তা নয় বলিউডেও তাঁর জনপ্রিয়তা রয়েছে ব্যাপক। কিছুদিন আগে অর্থাৎ ৩রা জুন অভিনেতার নতুন ছবি বিক্রম রিলিজ করেছে। আর ইতিমধ্যেই ছবির বক্স অফিস কালেকশন ১২৫ কোটি টাকা পেরিয়ে গিয়েছে।

৪. বিস্ট (Beast) : দক্ষিণী তারকা বিজয় থালাপতি ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়। এবছরের ১৩ই এপ্রিল অভিনেতার বিস্ট ছবিটি রিলিজ হয়। কিন্তু ছবিটিকে নিয়ে বেশ কিছু বিতর্ক শুরু হয় যার জেরে ছবির স্ক্রিনিং বেশ কিছু সমস্যার সম্মুখীন হয় পড়েছিল। তবে তাতে ছবির বক্স অফিস কালেকশনে তেমন কিছু ঘাটতি হয়নি। ছবিটি ১৪০ কোটিরও বেশ টাকা তুলেছে।

কেজিএফ চ্যাপ্টার ২,KGF Chapter 2,আরআরআর,RRR,দ্য কাশ্মীর ফাইলস,The Kashmir Files,বিস্ট,Beast,বিক্রম,Vikram,সারকারু ভারি পাতা,Sarkaru Vari Pata,ভালিমাই,Valimai,Bollywood,South Indian Movies,Kollywood,Box Office Collection,Bollywood Gossip

৩. দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) : না কোনো সুপারস্টার না কোনো বিশেষ প্রচার বরং বাস্তব ঘটনাকে ছবির আকারে তুলে ধরা হয়েছিল দ্য কাশ্মীর ফাইলস ছবিতে। অনুপম খের, মিঠুন চক্রবর্তীদের মত তারকারা অভিনয় করেছিলেন ছবিতে। ছবিটি ব্যাপক আলোচনা ও সমালোচনার সম্মুখীন হয়। তবে ছবির বক্স অফিস কালেকশন তাক লাগিয়ে দেওয়ার মত। এটিই একমাত্র ছবি যেটা সর্বোচ্চ আয়ের তালিকায় বলিউডের পতাকা উড়িয়েছে। এপর্যন্ত ২৫০ কোটি টাকা যায় করেছে ছবিটি।

S S Rajamouli says not Ram Charan was not approched first for RRR movie

২. আরআরআর (RRR) : দক্ষিণী সুপারস্টার জুনিয়ার এনটিআর ও রাম চরণ অভিনীত ছবি আরআরআর ২৪শে মার্চ মুক্তি পায়। মুক্তির আগে থেকেই ছবি নিয়ে দর্শকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মত। আর রিলিজের পরে সপ্তাহের পর সপ্তাহ হাউস ফুল হয়েছে ছবিটি। এপর্যন্ত ৭৫০ কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে ছবিটি।

কেজিএফ চ্যাপ্টার ২,KGF Chapter 2,আরআরআর,RRR,দ্য কাশ্মীর ফাইলস,The Kashmir Files,বিস্ট,Beast,বিক্রম,Vikram,সারকারু ভারি পাতা,Sarkaru Vari Pata,ভালিমাই,Valimai,Bollywood,South Indian Movies,Kollywood,Box Office Collection,Bollywood Gossip

১. কেজিএফ চ্যাপ্টার ২ (KGF Chapter 2) : কেজিএফ চ্যাপ্টার ২ শুধু নামটাই যথেষ্ট। একথা কারোর জানতে বাকি নেই যে ভারতীয় সিনেমার ইতিহাসে রীতিমত রেকর্ড করেছে এই দক্ষিণী ছবিটি। ২০১৮ সালে ছবির প্রথম পর্ব রিলিজ হয়েছিল, এরপর থেকেই দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় ছিল দর্শকেরা। আর ১৪ এপ্রিল ছবি রিলিজ হতেই বলিউডকে রীতিমত ধুলোর মত উড়িয়ে দিয়ে সমস্ত সিনেমাহলে একটাই ছবির হাউসফুল বোর্ড দেখা গিয়েছিল সেটা হল KGF Chapter 2। ছবিটি এপর্যন্ত ২০২২ সালের সর্বোচ্চ আয় করেছে, মোট বক্স অফিস কালেকশন ৮৭৩ কোটি টাকা।

site