একটি সিনেমা তৈরি করতে প্রচুর সময় লাগে। শ্যুটিং থেকে শুরু করে গান হয়ে ছবির নাম, লোকেশন ঠিক করা- এই সবকিছুতে প্রচুর সময় লাগে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র’ তৈরিতে যেমন প্রায় ৬ বছর সময় লেগেছিল নির্মাতাদের। তবে এই বলিউডেই এমন বহু সিনেমা (Bollywood movies) রয়েছে যেগুলি মাত্র হাতেগোনা কয়েকদিনের মধ্যেই তৈরি হয়েছিল। আজকের প্রতিবেদনে এমনই ৫ সিনেমার নাম তুলে ধরা হল।
জলি এলএলবি ২ (Jolly LLB 2) – তালিকার প্রথমেই রয়েছে অক্ষয় কুমার অভিনীত এই সুপারহিট সিনেমার নাম। এমনিতে অক্ষয় একটি ছবি তৈরি সম্পূর্ণ করতে ৩-৪ মাস মতো সময় নেন। তবে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি মাত্র ১ মাসেই সম্পূর্ণ করে ফেলেছিলেন বলিউডের ‘খিলাড়ি’।

তনু ওয়েডস মনু রিটার্নস (Tanu Weds Manu Returns) – ‘তনু ওয়েডস মনু’র বক্স অফিসে ঝড় তোলার পর নির্মাতারা এই ছবির সিক্যুয়েল বানিয়েছিলেন। মুখ্য চরিত্রে ছিলেন কঙ্গনা রানাউত এবং আর মাধবনই। এই ছবিটিও মাত্র ১ মাসে তৈরি হয়ে গিয়েছিল।

হাউসফুল ৩ (Housefull 3) – তালিকায় ফের অক্ষয় কুমার অভিনীত একটি সিনেমার নাম রয়েছে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাউসফুল ৩’ তৈরি হতেও মাত্র ৩৬ দিন সময় লেগেছিল। এই ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছিলেন রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফকরি এবং লিসা হেডন। পরিচালনা করেছিলেন সাজিদ এবং ফারহাদ শামজি।

হারামখোর (Haraamkhor) – ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার নামও তালিকায় রয়েছে। ‘হারামখোর’এর মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী এবং শ্বেতা ত্রিপাঠী। একজন শিক্ষক এবং ছাত্রীর গল্প দেখানো হয়েছিল এই ছবিতে। শুনতে অবাক লাগলেও মাত্র ১৬ দিনে শেষ হয়েছিল এই ছবি তৈরির কাজ।

ধামাকা (Dhamaka) – তালিকার সর্বশেষ নামটি হল কার্তিক আরিয়ান অভিনীত ছবি ‘ধামাকা’র। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় কার্তিক একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন। বিপরীতে ছিলেন ম্রুণাল ঠাকুর।

অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা ‘ধামাকা’ দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। তবে এই ছবিটি কত দিনে তৈরি হয়েছিল জানেন? শুনতে অবাক লাগলেও, মাত্র ১০ দিনে শেষ হয়ে গিয়েছিল কার্তিক-ম্রুণাল অভিনীত এই ছবি তৈরির কাজ।














