• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধারেকাছে নেই বলিউড! KGF থেকে RRR, প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়েছে দক্ষিণের এই ১৩ টি সিনেমা

Published on:

South Indian movies,Hindi Box office,Sye Raa Narasimha Reddy,Bahubali,Bahubali 2,KGF,KGF 2,Pushpa,Kabali,Zanjeer,Liger,Saaho,Radhe Shyam,2.0,RRR,entertainment,দক্ষিণ ভারতীয় সিনেমা,বিনোদন,হিন্দি বক্স অফিস

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির সিনেমাগুলি (South Indian movies) হিন্দি বক্স অফিসে নিজেদের রাজত্ব দেখাতে শুরু করে দিয়েছে। ‘পুষ্পা’ থেকে যে ট্রেন্ড শুরু হয়েছিল, হালফিলের ‘লাইগার’ও সেই ট্রেন্ড বজায় রেখেছে। আজকের প্রতিবেদনে এমনই ১৩টি সাউথ সিনেমার নাম তুলে ধরা হল, যেগুলি রিলিজের দিনই হিন্দি বক্স অফিসে (Hindi box office) ঝড় তুলেছিল।

কেজিএফ (KGF)- কন্নড় সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ’ অত্যন্ত হিট একটি ফ্র্যাঞ্চাইজি। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবির নাম এই তালিকার শীর্ষে রয়েছে। সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ’ রিলিজের দিন হিন্দি বক্স অফিস থেকে মোট ২.১০ কোটি টাকার ব্যবসা করেছিল।

KGF

সিয়ে রা নরসিমহা রেড্ডি (Sye Raa Narasimha Reddy)- তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চিরঞ্জিবীর ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবিটি। সাউথের বক্স অফিসের পাশাপাশি হিন্দি বক্স অফিসেও ঝড় তুলেছিল এই সিনেমা। রিলিজের দিন মোট ২.৬ কোটি টাকা কামিয়েছিল এই সুপারহিট সিনেমা।

sye raa narasimha reddy

পুষ্পা (Pushpa)- আল্লু অর্জুন অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’র নামও তালিকায় রয়েছে। এই ছবির সামনে কার্যত ছিটকে গিয়েছিল বলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা ‘৮৩’। রিলিজের দিনই হিন্দি বক্স অফিস থেকে ৩.৩১ কোটি টাকা ঘরে তুলেছিল এই ছবি।

Pushpa

কাবালি (Kabali)- সুপারস্টার রজনীকান্ত অভিনীত এই ছবির নামও তালিকায় রয়েছে। ‘থালাইভা’ অভিনীত এই সিনেমা হিন্দি বক্স অফিস থেকে প্রথম দিন ৩.৫০ কোটি টাকা আয় করেছিল। অবাক লাগলেও, এই ছবিটি হিন্দিভাষী দর্শকদের ‘কেজিএফ চ্যাপ্টার ১’এর থেকেও বেশি ভালোলেগেছিল।

Kabali

জঞ্জির (Zanjeer)- তালিকায় নাম রয়েছে দক্ষিণ সুপারস্টার রাম চরণ এবং ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ছবি ‘জঞ্জির’এর। এই সিনেমাটি প্রথম দিন হিন্দি বক্স অফিস থেকে ৩.৫৮ কোটি টাকা কামিয়েছিল।

Zanjeer

রাধে শ্যাম (Radhe Shyam)- প্রভাস এবং পূজা হেগড়ে অভিনীত এই ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, রিলিজের দিন হিন্দি বক্স অফিসে কিন্তু ভালো টাকা আয় করেছিল। মুক্তির দিনই হিন্দি বক্স অফিস থেকে ‘রাধে শ্যাম’ ৪.৫০ কোটি টাকা আয় করেছিল।

South Indian movies,Hindi Box office,Sye Raa Narasimha Reddy,Bahubali,Bahubali 2,KGF,KGF 2,Pushpa,Kabali,Zanjeer,Liger,Saaho,Radhe Shyam,2.0,RRR,entertainment,দক্ষিণ ভারতীয় সিনেমা,বিনোদন,হিন্দি বক্স অফিস

বাহুবলী (Bahubali)- সম্প্রতি বিজয় দেবেরাকোন্ডা অভিনীত সিনেমা ‘লাইগার’ প্রভাস অভিনীত এই ব্লকবাস্টার ছবিকে তালিকায় এক ধাপ নীচে নামিয়ে দিয়েছে। ‘বাহুবলী’ রিলিজের দিন হিন্দি বক্স অফিস থেকে মোট ৫.১৫ কোটি টাকা কামিয়েছিল।

Bahubali

২.০ (2.0)- দুপ ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার এই ছবিতে অভিনয় করেছেন। এখানে কথা হচ্ছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের। থালাইভা এবং খিলাড়ি অভিনীত এই সিনেমা প্রথম দিন বক্স অফিস থেকে মোট ১৯.৭৪ কোটি টাকা ঘরে তুলেছিল।

Robot 2.0

আরআরআর (RRR)- এসএস রাজামৌলী এই সিনেমা শুধুমাত্র হিন্দি বক্স অফিসেই নয়, সারা বিশ্বের বক্স অফিসে ঝড় তুলেছিল। রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগণ এবং আলিয়া ভাট অভিনীত এই ছবি রিলিজের দিন হিন্দি বক্স অফিস থেকে ২০.০৭ কোটি টাকা আয় করেছিল।

RRR movie

সাহো (Saaho)- তালিকায় ফের সুপারস্টার প্রভাসের একটি সিনেমার নাম রয়েছে। এবার রয়েছে প্রভাস এবং শ্রদ্ধা কাপুর অভিনীত অ্যাকশন সিনেমা ‘সাহো’র। দর্শকদের মধ্যে বিপুল ক্রেজ ছিল ছবিটির। রিলিজের দিন তার প্রমাণও মিলেছিল। প্রথম দিন হিন্দি বক্স অফিস থেকে ২৪.৪ কোটি টাকা আয় করেছিল ‘সাহো’।

Saaho

বাহুবলী ২ (Bahubali 2)- ‘বাহুবলী’, ‘সাহো’র পর ফের তালিকায় নাম রয়েছে প্রভাস অভিনীত একটি ছবির। হিন্দি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং সাফল্য লাভ করেছিল এই সিনেমা। প্রথম দিনই ৪১ কোটি টাকার মোটা অঙ্ক ঘরে তুলেছিল ‘বাহুবলী ২’।

Prabhas, Bahubali

কেজিএফ ২ (KGF 2)- হিন্দি বক্স অফিসে সবচেয়ে বেশি টাকা কামিয়েছে যে সিনেমা তা হল কন্নড় সুপারস্টার যশ অভিনীত ছবি ‘কেজিএফ ২’।

KGF 2

সাউথ, হিন্দির পাশাপাশি সারা বিশ্বের দর্শকদের মুগ্ধ করেছিল এই ব্লকবাস্টার ছবি। রিলিজের দিনই অবশ্য আঁচ পাওয়া গিয়েছিল এমনটা হতে চলেছে। প্রথমদিন হিন্দি বক্স অফিস থেকে মোট ৫৩.৯৫ কোটি টাকা কামিয়েছিল এই ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥