পাঁচ তারা হোটেলে (5 star hotel) রাত কাটানো প্রত্যেক মানুষেরই স্বপ্ন। তবে তারকাদের কাছে পাঁচ তারা হোটেলে রাত কাটানোটা খুব সাধারণ বিষয়। তবে ভারতেই এমন অনেক হোটেল রয়েছে যেখানে রাত্রিবাস করার আগে হয়তো দু’বার ভাবেন কোটিপতি তারকারাও। আজকের প্রতিবেদনে ভারতের এমনই ১০টি বহুমূল্য হোটেলের (Most expensive hotel) নাম এবং রাত্রিবাসের খরচ তুলে ধরা হল।
দ্য ওবেরয় অমর বিলাস, আগ্রা (The Oberoi Amar Vilas, Agra)- আগ্রার এই সুন্দর হোটেলে রাত কাটানো প্রত্যেক মানুষের কাছেই স্বপ্ন। তবে আপনি যদি এখানে এক রাত কাটান তাহলে কত খরচ হবে জানেন? মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দ্য ওবেরয় অমর বিলাসে রাত্রিবাসের খরচ ২৫ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা।
রামবাগ প্যালেস, জয়পুর (Rambagh Palace, Jaipur)- জয়পুরের এই হোটেলে এক রাত কাটাতেও কিন্তু ভালো টাকা খরচ। রামবাগ প্যালেসে রাত্রিবাস করার জন্য খরচ হবে ২৪ হাজার টাকা থেকে প্রায় ৪ লাখ টাকা।
উমেইদ ভবন প্যালেস, জোধপুর (Umaid Bhawan Palace, Jodhpur)- আপনি যদি রাজা কিংবা রানীর মতো একটা দিন কাটাতে চান তাহলে চলে যেতে পারেন জোধপুরের উমেইদ ভবন প্যালেসে। এখানে থাকার জন্য খরচ হবে ২১ হাজার থেকে ৪ লাখ টাকা পর্যন্ত।
তাজ ফালাকনুমা প্যালেস, হায়দ্রাবাদ (Taj Falaknuma Palace, Hyderabad)- হায়দ্রাবাদের এই প্যালেসে তারকাদের আনাগোনা লেগেই থাকে। সুন্দর এই হোটেলটি কোনও রাজপ্রাসাদের থেকে কম যায় না। আপনি যদি তাজ ফালাকনুমা প্যালেসে এক রাত কাটাতে যান তাহলে আপনার খরচ হবে ২৪ হাজার টাকা থেকে ৪ লাখ টাকা।
দ্য ওবেরয় উদয়বিলাস, উদয়পুর (The Oberoi Udaivilas, Udaipur)- আপনি যদি উদয়পুরে ঘুরতে চান তাহলে দ্য ওবেরয় উদয়বিলাসে এক রাত কাটানোর জন্য যেতেই পারেন। এখানে থাকতে গেলে খরচ হবে ২৬ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত।
দ্য ওবেরয় রাজ বিলাস, জয়পুর (The Oberoi Rah Vilas, Jaipur)- জয়পুরের এই হোটেলে গেলেও আপনি প্রেমে পড়তে বাধ্য। তবে এক রাত কাটাতে গেলে কিন্তু পকেটে ভালো বড় ধাক্কা লাগবে। দ্য ওবেরয় রাজ বিলাসে এক রাত কাটানোর জন্য খরচ হয় ২৫ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত।
দ্য লেক প্যালেস, উদয়পুর (The Lake Palace, Udaipur)- উদয়পুরের এই হোটেলে রাত কাটানোও অনেকের স্বপ্ন। তবে আকাশছোঁয়া খরচের জন্য অনেকেরই সেই স্বপ্ন অধরা থেকে যায়। উদয়পুরের লেক প্যালেসে এক রাত থাকার জন্য খরচ হয় ১৭ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত।
দ্য লীলা প্যালেস, নয়া দিল্লি (The Leela Palace, New Delhi)- নয়া দিল্লির এই হোটেলে থাকতে গেলেও কিন্তু ভালো খরচ হয়। তবে পকেটের ওপর বেশ ভালো রকমের চাপ পড়বে। দ্য লীলা প্যালেসে রাত্রিবাসের জন্য খরচ হয় ১১ হাজার টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত।
দ্য তাজ মহল প্যালেস অ্যান্ড টাওয়ার, মুম্বই (The Taj Mahal Palace and Tower, Mumbai)- মুম্বইয়ের তাজ মহল প্যালেস হোটেলে কে না থাকতে চায়। মায়ানগরীর এই বহুমূল্য হোটেলে যদি আপনিও রাত কাটানোর স্বপ্ন দেখে থাকেন তাহলে জানিয়ে রাখি আপনার খরচ হবে ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত।
মহারাজা প্যালেস, নরেন্দ্র নগর, মুসৌরি (Maharaja Palace, Narendra Nagar, Mussoorie)- পাহাড়ের কোলে মুসৌরিতে এই হোটেলে থাকার অনুভূতি দারুণ। আপনি যদি মুসৌরিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে মহারাজা প্যালেসে চলে যেতেই পারেন।
মুসৌরির এই সুন্দর হোটেলে থাকতে গেলে আপনার কত খরচ হবে জানেন? মহারাজা প্যালেসে এক রাত কাটানোর খরচ হল ২৫ হাজার টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত।