• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেমন ছিলেন বলিউডের প্রথম সারির ১০ জন অভিনেতা অভিনেত্রীরা শৈশবে! দেখুন ছবি ..

শৈশব, যেকেনো ব্যক্তিকেই যদি প্রশ্ন করা হয় জীবনের সেরা সময় কোনটি ছিল! বেশিরভাগই উত্তর দেবেন শৈশব। বাস্তবে শৈশব হল জীবনের সবচাইতে সুন্দর ও মূল্যবান এক অধ্যায়। কখনো ভেবে দেখেছেন আপনার প্রিয় তারকারা কিরকম ছিল তাদের শৈশবে ? তারা কি এখনের মতোই সুন্দর ছিলেন নাকি শৈশবে ছিলো আরো বেশি সুন্দর ও আকর্ষণীয়!

আসুন দেখে নেওয়া যাক বলিউডের প্রথমসারির কিছু অভিনেতা ও অভিনেত্রীর শৈশবকালীন কিছু ছবি। যা হয়তো আপনাকেও চমকে দিতে পারে।

   

১. শাহরুখ খান 

প্রথমেই আসি বলিউড কিং শাহরুখ খানের কথায়, দেখুন কি কিউটই না  ছিলেন তিনি শৈশবে।

 

২. আমির খান 

বলিউডে  আমির খান যথেষ্ট জনপ্রিয়, লাগান, তারে জমি পর, দাঙ্গাল ইত্যাদির মত ছবির পরে তাকে কে না চেনে! দেখুন ছোট্ট আমির খানের হাসি কতটা মনমুগ্ধকর।

 

৩. সালমান খান 

বলিউডের ভাইজান যাকে ভাইজান বললেই সবাই চেনে। দেখুন ভাইজানের ছোট্ট বেলার ছবি, ছবি দেখেই বোঝা যাচ্ছে বেশ দুস্টু ছিলেন তিনি  শৈশবে।

 

৪. দীপিকা পাডুকোন 

 

ওম শান্তি ওমের শান্তিপ্রিয় কেমন ছিলেন শৈশবে! দেখুন ছোট্ট দীপিকাকে। কি মিষ্টিই না ছিল তার হাসিটা।

 

৫. রানভির সিং 

রামলীলার রামকে কেমন দেখতে  ছিল শৈশবে, দেখুন ছোট্ট রণভীর কাপুরকে। দেখলে হয় তো চিনতেই পারবেন না এই খুদে রণভীর কে।

 

৬. আলিয়া ভট্ট 

দেখুন বলিউডের আলিয়া ভট্টের ছোট বেলার কিছু মিষ্টি ছবি।

 

৭. রণভীর কাপুর 

ছোট্ট রণভীর মায়ের সাথে।

 

৮. অনুষ্কা শর্মা 

পিকের অনুষ্কা ছোট্ট বেলা থেকেই ছিলেন বেশ  গোলগাল। দেখুন তার ছোট বেলার কার ছবি।

 

৯. কারিনা কাপুর ও কারিশমা কাপুর 

কারিনা ও কারিশমা দুই বোনের এই জুটির ছোটবেলার ছবি কিন্তু বেশ।

 

১০. ঐশর্য রাই 

দেখুন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই এর ছোট বেলার ছবি।

site