• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাচ মেরি লেয়লা গানে কোমর দুলিয়ে নাচ টোনি-অভনীতের! নিমেষে ভাইরাল ভিডিও

Updated on:

টোনি কক্কর (Tony Kakkar), নেহা কক্করের (Neha Kakkar) ভাই। দুজনে হিন্দি গানের জগতে বেশ পরিচিত নাম। টোনি কক্কর সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। প্রায়শই ও কাজ সংক্রান্ত ছবি ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে টোনির অনুগামীর সংখ্যা ৪৩ লক্ষ্যেরও বেশি।

গত মাসে টোনি কক্করের মিউজিক অ্যালবাম ‘লেয়লা’ (Laila) রিলিজ করেছে।গানের ভিডিওতে অভনীত কৌরের (Avneet Kaur) সাথে দেখা গিয়েছে টোনি কক্করকে। ইতিমধ্যেই সেই গান ১ কোটি ৭১ লক্ষ্যের ও বেশি দর্শক দেখেছেন। এবার সেই গানের তালেই অভিনেত্রী অভনীত কৌরের সাথে নাচতে দেখা গেল টোনি কক্করকে। 

ভিডিওতে দেখা যাচ্ছে টোনি পরে আছেন ও অভনীতকে হাই হিলের সাথে টপ পরে থাকতে দেখা যাচ্ছে। দুজনেই লায়লা গানে বেশ মজা করে কোমর দুলিয়ে নেচে ভিডিও বানিয়েছেন। টোনি কক্কর সেই ভিডিও টি নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। শেয়ার করা মাত্রই অনুগামীদের ভিড় জমতে থাকে ভিডিওটি দেখার জন্য। দেখতে দেখতে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ইতিমধ্যেই এই ভিডিওটিতে ২ লক্ষ্য ৯২ হাজারেরও বেশি দর্শক হয়ে গেছে। সাথে অনেকেই দুজনের জুটিকে দারুন লাগছে বলে মন্তব্য করেছেন।

 

View this post on Instagram

 

#Laila @avneetkaur_13 ♥️? #tonykakkar #avneet

A post shared by Tony Kakkar (@tonykakkar) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥