• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনের চুমু বদলে গেল চোখের জলে! প্রেমের মরসুমে বিচ্ছেদ ঘোষণা ‘ঝিলিক’ অভিনেত্রী তিথির

Published on:

Tomay Chara Ghum Ase Na Maa Jhilik AKA Tithi Basu announces her break up with Debayudh Paul

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘মা’ (Maa)। শেষ হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেলেও দর্শকদের মুখে এখনও সিরিয়ালটির কথা শোনা যায়। স্টার জলসায় সম্প্রচারিত এই সিরিয়ালের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী তিথি বসু (Tithi Basu)।

‘মা’ ধারাবাহিকে ছোট্ট ঝিলিকের চরিত্রে তিথির সাবলীল অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের। যদিও সিরিয়ালের ছোট্ট ঝিলিক এখন বেশ বড় হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিথি। মাঝেমধ্যেই সেখানে ছবি, ভিডিও শেয়ার করেন তিনি। গতকাল অর্থাৎ ২৪ নভেম্বর ছিল আবার অভিনেত্রীর জন্মদিন।

Tithi Basu

জন্মদিনের দিন একটি মিষ্টি পোস্ট করে তিথিকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রেমিক দেবায়ুধ পাল (Debayudh Paul)। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর কপালে চুম্বন এঁকে দিচ্ছেন তিনি। সেই সঙ্গে ক্যাপশনে লেখা, আমি তোকে খুব ভালোবাসি। পৃথিবীর যেখানেই থাকি না কেন’। তবে আচমকা জন্মদিনের পরের দিনই ব্রেক আপের কথা ঘোষণা করেন তিথি।

Tithi Basu break up

রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ‘মা’ ধারাবাহিকের ঝিলিক লিখেছেন, ‘ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি এবং দেবায়ুধ আমাদের সম্পর্কে এখানে ইতি টানছি’। জন্মদিনের দিন প্রেমে ভরা পোস্ট দেখার পর পরের দিনই ব্রেক আপের খবর শুনে স্বাভাবিকভাবেই বেশ চমকে গিয়েছেন অনুরাগীরা। কি এমন হল যে হঠাৎ বিচ্ছেদের পথে হাঁটলেন দু’জনে?

Tithi Basu Debayudh Paul, Tithi Basu boyfriend

তিথির সঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল। ব্রেক আপের কারণ জিজ্ঞেস করা হলে অভিনেত্রী বলেন, ‘আমাদের মধ্যে সবকিছু ঠিকই ছিল। কিন্তু দু’জনের সম্পর্কের মধ্যে পরিবার যখন ভীষণভাবে হস্তক্ষেপ করা আরম্ভ করে তখনই সবকিছু ঘেঁটে যায়। আমাদের সঙ্গেও এটাই হয়েছে। তবে বিষয়টা এবার খুব খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছে। এই সম্পর্ক আর ঠিক হওয়ার নয়’।

 

View this post on Instagram

 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)


প্রায় সাড়ে চার বছর ধরে সম্পর্কে ছিলেন তিথি এবং দেবায়ুধ। কলেজ থেকে শুরু প্রেম। মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা দু’জনের। দু’জনের একসঙ্গে একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। প্রায়ই বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তেন তিথি এবং দেবায়ুধ। ইউটিউব চ্যানেলে শেয়ার করতেন সেইসব ভিডিও। তবে এখন থেকে দু’জনের পথ আলাদা। সম্পর্ক আর ঠিক হবে না, বক্তব্য তিথির।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥