• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৮ মাসের পরিচয়েই বিয়ের পিঁড়িতে পর্দার উষশী! রইল বিয়ের দিনক্ষণ থেকে হবু বরের পরিচয়

বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী হলেন রুশা চ্যাটার্জী (Roosha Chatterjee)। যদিও দর্শকদের কাছে আজও তিনি, ‘তোমায় আমায় মিলে’ (Tomai Amai Mile) সিরিয়ালের উষসী (Ushashee) নামেই বেশী পরিচিত। এই সিরিয়ালে রুশা অভিনীত চরিত্রটি আজও চোখে লেগে রয়েছে দর্শকদের।

এই মুহূর্তে টেলিপাড়ায় জোর গুঞ্জন খুব তাড়াতড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী রুশা চ্যাটার্জী অর্থাৎ পর্দার উষশী। পৌষ পেরিয়ে মাঘ আসতে বাকি রয়েছে আর মাত্র হাতে গোনা কয়েকদিন। অর্থাৎ আবার শুরু হতে চলেছে বিয়ের মরশুম। আর সম্প্রতি সমস্ত জল্পনায় সিলমোহর দিয়ে আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন  বিয়ের খবর।

   
Tomay Amay Mile
তোমায় আমায় মিলে সিরিয়ালের উষশী

জানা যাচ্ছে পর্দার ঊষসীরপাত্রের সাথে সম্পর্ক নেই বিনোদন জগতের। পেশায় তিনি একজন সফ্টওয়ার ইঞ্জিনিয়ার। আদতে অশোকনগরের বাসিন্দা অনুরণ রায়চৌধুরী কর্মসূত্রে থাকেন বিদেশে। তাই বিয়ের পর রুশাও নিজের ১৩ বছরের অভিনয় জীবনকে পিছনে ফেলেই সংসার পাততে এগিয়ে যাবেন নতুন জীবনে। আগামী ১৯ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী

এপ্রসঙ্গে অভিনেত্রী সংবাদমাধ্যমে বলেছেন ‘হ্যাঁ, পরের সপ্তাহে বিয়ে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আট মাসের আলাপ আমাদের। বলা যেতে দেখাশোনার পর একে অপরের প্রেমে পড়ে যাই।’ আর বিয়ের পর আর অভিনয় এবং ভবিষৎ পরিকল্পনা প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘এই ইন্ডাস্ট্রিতে আমার ১৩ বছর হয়ে গেল। সব গুটিয়ে এ বার বিদেশ যাওয়ার পালা। নতুন দেশে গিয়ে নতুন ভাবে জীবনটাকে শুরু করতে চাই। এখনও কিছুই তেমন ভাবিনি কী করব’।

রুশা চ্যাটার্জী Roosha Chatterjee
ছবিঃ রুশা চ্যাটার্জী

প্রসঙ্গত আজ থেকে প্রায় এক দশক আগে ২০১৩ সালে স্টার জলসার ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালে মুখ্য চরিত্রে (Lead Role) অভিনয় করেই কেরিয়ারের মোড় ঘুরে যায় রুশার। রাতারাতি হয়ে ওঠেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। এই সিরিয়ালে আইপিএস অফিসারের (IPS Officer) চরিত্রে স্মার্ট,সুন্দরী, মিষ্টি দেখতে রুশার অভিনয় অল্পদিনেই মন ছুঁয়েছিল দর্শকদের।

‘তোমায় আমায় মিলে’ সিরিয়াল শেষ হওয়ার পরেও ‘কুসুম দোলা’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘খেলাঘর’-এর  মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন রুশা। কিছুদিন আগেও ‘স্টার জলসার হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালে এই পি এস অফিসার হিসাবে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল রুশাকে।

site