• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘তোমায় আমায় মিলে ২’ নয়, একেবারে নতুন প্রেম কাহিনী নিয়ে আসছে যীশু-নীলাঞ্জনা সহ এই অভিনেতা

বাংলা ধারাবাহিকের ইতিহাসে ‘তোমায় আমায় মিলে’ (Tomay Amay Mile) নিঃসন্দেহে একটি বড় নাম। রুশা চ্যাটার্জি, ঋজু বিশ্বাস অভিনীত এই ধারাবাহিক টানা ৩ বছর দর্শক মনে রাজত্ব করেছিল। উষসী এবং নিশীথ দর্শকদের ড্রয়িং রুমের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল।

গত কয়েকদিন ধরে ফের সামাজিক মাধ্যমের চর্চার ‘হট টপিক’ হয়ে গিয়েছিল এই সুপারহিট ধারাবাহিক। গুঞ্জন শোনা গিয়েছিল, ৬ বছর ফের ফিরতে চলেছে উষসী এবং নিশীথের গল্প। শীঘ্রই শুরু হবে ‘তোমায় আমায় মিলে ২’ (Tomay Amay Mile 2)। যা শোনার পর থেকেই এই ধারাবাহিকপ্রেমীরা আনন্দে ভাসছিলেন।

   

Tomay Amay Mile

শুধু এটুকুই নয়, শোনা গিয়েছিল ‘তোমায় আমায় মিলে ২’এর হাত ধরেই ফের কামব্যাক করবে যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) এবং তাঁর স্ত্রী নীলাঞ্জনা শর্মার (Nilanjana Sharma) প্রযোজনা সংস্থা। কিন্তু এখন শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থা ‘তোমায় আমায় মিলে ২’ তৈরির সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়েছে।

যীশু-নীলাঞ্জনার প্রযোজনা সংস্থা যে কামব্যাক করছে এই সংবাদ সত্যি। তবে উষসী এবং নিশীথের গল্প নিয়ে ফিরছেন না তাঁরা। বরং দর্শকদের মন জয় করতে সম্পূর্ণ নতুন গল্প নিয়ে আসছে বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির এই তারকা জুটি। সম্পূর্ণ অন্য এক ঘরানার গল্প নিয়ে দর্শকদের চমক দিতে আসছেন তাঁরা।

Jisshu Sengupta and Nilanjana Sharma

শুধু এটুকুই নয়, এই নতুন ধারাবাহিকের কাজও বেশ অনেকটা এগিয়ে গিয়েছে। মুখ্য চরিত্রে কারা থাকবেন তাও মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। যীশু-নীলাঞ্জনার প্রযোজনা সংস্থার এই নতুন ধারাবাহিকের নায়কের নাম শুনে বেশ খুশি হয়েছেন দর্শকরা। এই নতুন স্বাদের ধারাবাহিকে কাকে নায়ক হিসেবে দেখা যাবে জানেন?

Bihan,Khukumoni,Rahul Majumdar

শোনা যাচ্ছে, যীশু-নীলাঞ্জনার কামব্যাকের ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে ‘খুকুমণি হোম ডেলিভারি’ খ্যাত অভিনেতা রাহুল মজুমদারকে। তবে নায়িকার চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। তবে নতুন কোনও মুখই নেওয়া হবে। ইতিমধ্যেই নাকি ধারাবাহিকের প্রোমোও শ্যুট হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, রোজকার সেই একই শাশুড়ি-বৌমার ঝগড়া নয়, বরং এবার মন ভালো করা এক গল্প নিয়ে আসছেন যীশু এবং নীলাঞ্জনা।