• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টমেটো দিয়ে করুন এই ছোট্ট কাজ, ২০ মিনিটে বাড়িতেই পাবেন পার্লারের মত ঔজ্জ্বল্য!

গ্রীষ্ম, বর্ষা হোক বা শীত, ত্বকের (Skin) নানান রকম সমস্যা (Skin Problem) সারা বছর লেগেই থাকে। রোদে বেরোলেই যেমন সান ট্যান (Sun Tan), সান বার্নের মতো সমস্যা দেখা যায়। মুখ, হাতে দেখা যায় দাগছোপ। সেই ট্যান দূর করতে অনেকেই আস্থা রাখেন পার্লারের ওপর। মোটা টাকা খরচ করে ত্বক থেকে ট্যান দূর করেন। তবে আপনি কি জানেন, এই ট্যান তুলে মুখের জেল্লা ফেরাতে ব্যাপক কাজে আসে টমেটো (Tomato)।

হেঁশেলের এই সবজি প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে, যাতে ত্বকের কোনও ক্ষতি হয় না। একটি টমেটো ব্যবহার করে আপনি বাড়ি বসেই তুলে ফেলতে পারেন ত্বকের পোড়া দাগ। তাই সপ্তাহান্তে বিউটি পার্লারে না গিয়ে বাড়ি বসে দু’দিন টমেটো ফেসিয়াল করে নিন। ফলাফল নিজের চোখে দেখতে পাবেন। চলুন দেখে নেওয়া যাক টমেটো ফেসয়ালের (Tomato Facial) স্টেপ বাই স্টেপ পদ্ধতি।

   

Tomatoes, Tomato facial, Tomato for skin care

টমেটো ক্লিনজার (Tomato Cleanser)- প্রথমে একটি পাত্রে টমেটোর রস এবং ১ চামচ নিম পাতার গুঁড়ো মেশান। এরপর সেই মিশ্রণ মুখে মেখে হালকা হাতে অল্প কিছুক্ষণ ম্যাসাজ করুন। এরপর মুখ ধুয়ে ফেলুন। ফেসিয়ালের আগে ত্বক এভাবে পরিষ্কার করে নিলে ভালো রেজাল্ট পাওয়া যায়।

Tomato, Tomato facial, Tomato scrub, Tomato for skin care

টমেটো স্ক্রাব (Tomato Scrub)- প্রথমে একটি গোটা টমেটো নিয়ে সেটির ওপরের অংশ কিছুটা কেটে নিন। এরপর সেই অংশের ওপর চালের গুঁড়ো ছড়িয়ে নিন। তারপর সেটা হালকা হাতে সারা মুখে ঘষতে থাকুন। শরীরের অন্য কোনও অংশে ট্যান পড়ে থাকলে সেখানেও এই টমেটোর স্ক্রাব ব্যবহার করতে পারেন।

আরও পড়ুনঃ বর্ষায় চিটচিটে হয়ে যাচ্ছে চুল, চিন্তা নেই, এই ৫ সহজ টিপস মেনে চললে ২ দিনেই মিটবে সমস্যা!

Tomato facial, Tomato facepack, Tomato for skin care

টমেটো ফেসপ্যাক (Tomato Facepack)- প্রথমে একটি টমেটো বেটে রস ছেঁকে নিন। এরপর এই টমেটোর রসের মধ্যে ১ চামচ মুলতানি মাটি মেশান। মিশ্রণ ঘন হয়ে আসলে সেটি মুখে মেখে ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর চাইলে চাল ধোওয়া জল টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।

আরও পড়ুনঃ এক সপ্তাহেই বুড়ি থেকে ছুড়ি! রূপচর্চায় ম্যাজিকের মতো কাজ করে এই ৩ তেল

Tomato facial, Tomato gel, Tomato for skin care

টমেটো জেল (Tomato Gel)- ফেসিয়ালের অন্তিম ধাপ হল জেল লাগানো। প্রথমে টমেটোর রসের মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল এবং ১ চা চামচ অ্যালোভেরা জেল মেশান। এরপর সেটি মুখে মাখুন। ১০ মিনিট মতো রেখে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এই টমেটো ফেসিয়াল ব্যবহার করুন। এক সপ্তাহের মধ্যে নিজের চোখে ফলাফল দেখতে পাবেন।