জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’কে (Tomar Khola Hawa) দুপুরের স্লটে পাঠানো হতেই চ্যানেল কর্তৃপক্ষের হাতে NOC ধরিয়ে সিরিয়াল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন ঝিলমিল (Jhilmil) অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। সম্প্রতি এই খবরে ছেয়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া।
মাত্র ৩ মাস হয়েছে এই সিরিয়ালের বয়স। এই অল্প দিনেই এই সিরিয়ালের নায়িকা ঝিলমিল হয়ে উঠেছেন দর্শকদের একেবারে ঘরের মেয়ে। সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার বাইরে ভিন্ন স্বাদের এই সিরিয়ালের হাত ধরেই বাংলার দর্শক পেয়েছেন সবচেয়ে কম বয়সী শাশুড়ি ঝিলমিলকে। যার জন্য সদ্য জি বাংলা সোনার সংসারে প্রিয় শাশুড়ির পুরস্কার পেয়েছেন অভিনেত্রী।

হাতে প্রিয় শাশুড়ির সেই পুরস্কার নিয়ে অনুরাগীদের সাথে সেই খুশীর খবর ভাগ করে নিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে স্বস্তিকা লিখেছিলেন ‘অভিনেতা অভিনেত্রীদের জন্য যে কোনো চরিএ পর্দায় ফুটিয়ে তোলা একটা বড় চ্যালেঞ্জ। ৪ মাস আগে এইরকমই একটা চ্যালেঞ্জ জি বাংলা এবং সশি সুমিত প্রোডাকশনের সঙ্গে আমি একসেপ্ট করেছিলাম। সবার আলোচনা,সমালোচনা,ভালোবাসা, আশীর্বাদ সবটা নিয়ে আমি প্রিয় শাশুড়ি।আমার খুব অল্প দিনের ক্যারিয়ারে পাওয়া শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড।
তাই আচমকা স্বস্তিকার সেই সিরিয়াল ছেড়ে দেওয়ার খবর শুনে বেশ হতাশ হয়েছিলেন অভিনেত্রীর অনুরাগীরা। কিন্তু আসল সত্যিটা কী? সিরিয়াল সম্প্রচারের সময় দুপুরে ৩ টে থেকে হয়ে যাওয়ায় স্বস্তিকা কি সত্যিই জি কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়েছেন? সম্প্রতি সেকথা জানতে চেয়েই টলিউড ফোকাস কলকাতার তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সাথে।
প্রশ্ন শুনে প্রতিক্রিয়া দেওয়ার আগেই এদিন হাসি ঝরে পরে অভিনেত্রীর গলায়। তারপরেই পর্দার ঝিলমিলের সপাট জবাব এই খবর সবার মতোই তিনিও দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু যে বা যারা এই ভুয়ো খবর রটিয়েছেন তাদের উদেশ্যে অভিনেত্রী বলেছে ‘আসলে এমন কিছুই হয়নি। আমি খুবই ছোট একজন আর্টিস্ট। তাছাড়া আমার কথা চ্যানেল শুনতে যাবেই বা কেন আর আমি আমার প্রজেক্ট ছাড়তে যাবোই বা কেন?’
View this post on Instagram
সেইসাথে দুপুরের স্লটে সিরিয়ালের সম্প্রচার শুরু হওয়ার প্রসঙ্গে বেশ আত্মবিশ্বাসের অভিনেত্রী বলেছেন ‘ফাঁকা মাঠে গোল দেওয়ার মজাই আলাদা’। তাছাড়া এপ্রসঙ্গে পর্দার ঝিলমিল বলেছেন দর্শকদের অলস দুপুরটাকে বিনোদনে ভরাতে ‘দুপুরের গপ্পো’ নামে একটি নতুন স্লট চালু করছে জি বাংলা।
আর তিনি নিজেকে লাকি মনে করেন যে এই স্লটে তাঁর সিরিয়ালই হতে চলেছে প্রথম সিরিয়াল। তাছাড়া অভিনেত্রী জানান খোলা হাওয়া যে স্লটেই আসুক না কেন দর্শক দেখা ছাড়বেন না বলেই তাঁর বিশ্বাস। কারণ আগামীদিনে সিরিয়ালে আসতে চলেছে একঝাঁক নতুন চমক।














