• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের জন্য মানতে হবে ৭টা শর্ত! নিকুচি করেছে বলে বিটকেল চন্দ্রের মাথায় ঘোল ঢালল ঝিলমিল, রইল ভিডিও

Published on:

Tomar Khola Hawa New Promo Jhilmil reply back to bidghute chondro

বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে গত কয়েক সপ্তাহের মধ্যে একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। এমনই একটি সিরিয়াল হল ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa)। কয়েকদিন হল জি বাংলায় শুরু হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচার। মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং শুভঙ্কর ঘোষ।

‘তোমার খোলা হাওয়া’য় অসমবয়সী এক জুটির গল্প দেখানো হচ্ছে। ধারাবাহিকের নায়ক আবীর (Abir) নিয়ম মেনে চলায় বিশ্বাসী। অপরদিকে নায়িকা ঝিলমিলের (Jhilmil) বিশ্বাস, নিয়ম ভাঙাতেই রয়েছে আসল মজা। ওদিকে আবার আবীরের বেশ বড় বড় তিন ছেলে ও ছেলের বৌ’ও রয়েছে।

Tomar Khola Hawa,Jhilmil Abir,Jhilmil Abir Tomar Khola Hawa,Bengali serial,Tomar Khola Hawa Bengali serial,entertainment,তোমার খোলা হাওয়া,ঝিলমিল আবীর,ঝিলমিল আবীর তোমার খোলা হাওয়া,তোমার খোলা হাওয়া সিরিয়াল,বাংলা সিরিয়াল,বিনোদন

জি বাংলার এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, আবীরের পরিবারের সকলে তাঁর বিয়ে দিতে চায়। সেই জন্য মেয়ে দেখাও শুরু হয়েছে। কিন্তু আবীর নিজে বিয়ে করতে চায় না। আর সেই জন্যই যাতে তাঁকে বিয়ে না করতে হয় সেই কারণে মেয়েদের সামনে অদ্ভুত অদ্ভুত কয়েকটি শর্ত রাখে সে।

আবীর জানায়, তাঁকে যে মেয়ে বিয়ে করবে তাঁকে ৭টি শর্ত মেনে চলতে হবে। প্রথম ৩টি শর্ত বিয়ের আগে পালন করতে হবে এবং শেষ ৪টি বিয়ের পর। এর মধ্যে একটি শর্ত হল, যে মেয়ে তাঁকে বিয়ে করতে চায়, তাঁকে কাঁচের টুকরোর ওপর দিয়ে হেঁটে তাঁর কাছে আসতে হবে। এমনই অদ্ভুত অদ্ভুত কয়েকটি শর্ত শুনে সব মেয়ের মা তাঁদের মেয়েকে নিয়ে পালাচ্ছে।

Jhilmil Abir, Jhilmil Abir Tomar Khola Hawa

ওদিকে দরজার বাইরে থেকে আবীরের সমস্ত কাণ্ড দেখে ঝিলমিল। সে মনে মনে বলে, শুধুমাত্র টাকার গরমে এতগুলো মেয়েকে এভাবে অপমান করছে আবীর? আর এরপরই রেগে গিয়ে ঘোল জাতীয় একটি জিনিস নিয়ে আবীরের দিকে এগিয়ে যায় সে। আর এরপর তাঁর মাথায় ঢেলে দেয়।

আবীরের মাথায় ঘোল জাতীয় জিনিসটি ঢালার পর ঝিলমিল বলে, ‘নিকুচি করেছে আপনার সাত শর্তের’। কিন্তু এই কাজ করতে গিয়ে অজান্তেই আবীরের দেওয়া ১টি বিয়ের শর্ত পূরণ করে বসে সে। আবীরের মাথায় ঘোল ঢালতে আসার অময় ঝিলমিল শর্ত পূরণ করে কাঁচের টুকরোর ওপর দিয়ে হেঁটে আসে। আর তা দেখে তো আবীর এবং তাঁর পরিবারের লোকেরা অবাক হয়ে গিয়েছে। এবার কীভাবে ঝিলমিল আবীরের দেওয়া বাকি সব অদ্ভুত শর্ত পূরণ করে শেষ পর্যন্ত সাত পাকে বাঁধা পড়ে তা দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥