• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার সবচেয়ে ছোট শাশুড়ি এবার ‘গভীর জলের মাছ’! জলে ভেজা শরীরে ঝড় তুলল স্বস্তিকার ছবি

Published on:

Tomar Khola Hawa actress Swastika Dutta in Govir Joler Mach Hoi Choi Web Series

বাংলা বিনোদন দুনিয়ার (Tollywood) অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী (Actress) হলেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। টেলিজগতের তো বটেই, ওয়েব দুনিয়ারও পরিচিত মুখ তিনি। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকের নায়িকা ঝিলমিলের চরিত্রে। সম্প্রতি এই স্বস্তিকাই হট লুকে সুইমিং পুলের (Swimming pool) ধারে ধরা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে অভিনেত্রীর সেই ভিডিও।

বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে প্রথম নজর কেড়েছিলেন তিনি। এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘ভজ গোবিন্দ’, ‘কী করে বলব তোমায়’এর মতো জনপ্রিয় সিরিয়ালে নায়িকার ভূমিকার স্বস্তিকাকে দেখেছেন দর্শকরা।

Swastika Dutta

অবশ্য শুধুমাত্র সিরিয়ালই নয়, একাধিক ওয়েব সিরিজেও কাজ করেছেন ‘তোমার খোলা হাওয়া’র ঝিলমিল। ‘নগর বাউল’, ‘আনন্দ আশ্রম’, ‘উত্তরণ’এ তাঁকে দেখেছেন দর্শকরা। সম্প্রতি ‘গভীর জলের মাছ’ সিরিজে আরাত্রিকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া ধারাবাহিকের কাজ তো রয়েছেই।

Swastika Dutta in swimming pool

সব মিলিয়ে স্বস্তিকার ডিম্যান্ড এখন তুঙ্গে, কেরিয়ারের গ্রাফও ক্রশম ঊর্ধ্বমুখী। অভিনয়ের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেই প্রচণ্ড সক্রিয়। মাঝেমধ্যেই নানান ছবি, ভিডিও শেয়ার করে থাকেন অভিনেত্রী। সম্প্রতি যেমন তাঁকে দেখা গিয়েছে সুইমিং পুলের ধারে জলকেলি করতে।

 

View this post on Instagram

 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

স্বস্তিকার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের একটি অফশোল্ডার মনোকিনি পরে আছেন তিনি। উঁচু খোঁপা করে বাঁধা রয়েছে চুল এবং চোখে রোদচশমা। সিরিয়ালের চেনা শাড়ি ছেড়ে অভিনেত্রীকে সাহসী লুকে দেখে নেটিজেনরাও বেশ অবাক হয়ে গিয়েছেন।

হইচইয়ের তরফ থেকেও পুলের ধারে স্বস্তিকার তোলা একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, জলকেলিতে মত্ত রয়েছেন অভিনেত্রী। মাঝেমধ্যে আবার ক্যামেরার জন্য পোজও দিতে দেখা যাচ্ছে। ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই কমেন্ট করতে শুরু করে দিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘সেক্সি’, কেউ আবার লিখেছেন ‘আগুন’। মোট কথা, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে পর্দার ঝিলমিলের এই নতুন লুক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥