• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক বছরেই হারিয়েছিলেন মা-বাবা, দিদিকে, কঠিন সময় পেরিয়ে কামব্যাক ‘খোলা হওয়া’র নায়ক শুভঙ্করের

Published on:

Tomar Khola Hawa actor Subhankar Saha opens up about challanging time loosing 3 family member in a year

বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেতা হলেন শুভঙ্কর সাহা (Shubhankar Saha)। কেরিয়ারের শুরু থেকেই দর্শকমহলে বেশ একটা ‘গুড বয়’ ইমেজ রয়েছে অভিনেতার। এককালে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জড়োয়ার ঝুমকো’-তে নায়ক কোহিনূরের চরিত্রে অভিনয় করেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা।

অথচ জানলে অবাক হবেন ঠিক এই সময়টাতেই  অভিনেতার ব্যক্তিগত জীবনের ওপর দিয়ে বয়ে গিয়েছিল বিরাট ঝড়। আসলে বেশিরভাগ সময়ই লাইট, ক্যামেরার ঝলকানিতে টিভির পর্দায় হাসিমুখে থাকা অভিনেতা-অভিনেত্রীদের মনের কষ্টগুলো চাপা পড়ে যায়। তাই বাড়ি বসে টিভিতে দেখেই তাদের বাস্তব জীবনের হদিশ পাওয়া একেবারে অসম্ভব।

তোমার খোলা হাওয়া,Tomar Khola Hawa,শুভঙ্কর সাহা,Shubhankar Saha,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,আবীর,Abir,অজানা কথা,Unknown Facts,Bengali Serial,Bengali Mega Serial

তাছাড়া পেশা যখন অভিনয় তাই জীবনে যতই ঝড় ঝাপ্টা আসুক একজন অভিনেতাকে সবসময় মনে রাখতে একটাই কথা তা হল ‘দ্য শো মাস্ট গো অন’। গত বছরেই নিজের জীবনের বেশ কিছু অজানা সিক্রেট নিয়ে দিদি নাম্বার ওয়ানের (Didi No 1) মঞ্চে হাজির হয়েছিলেন টেলি অভিনেতা শুভঙ্কর সাহা। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী বনানী সাহা।

সেখানেই তিনি জানান কিভাবে ২০১৬ সাল থেকে ২০১৭ সাল তার জীবনকে বিভীষিকাময় করে তুলেছিল। আসলে ওই এক বছরেই অভিনেতা হারিয়েছিলেন নিজের মা,বাবা আর দিদিকে। শুভঙ্করের কথায় ২০১৬ তে প্রথমে তাঁকে ছেড়ে চলে যান তাঁর বড় দিদি। এই ঘটনার ৬ মাস পরেই ব্রেন স্ট্রোকে মৃত্যু মৃত্যু হয় অভিনেতার মায়ের। আর তার পরেই চলে যান শুভঙ্করের বাবা।

Jhilmil Abir, Jhilmil Abir Tomar Khola Hawa

ওই কঠিন সময়ে অভিনেতা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। সেঅনেকে বলেছিলেন শুভঙ্করকেও বাঁচানো যাবে না। কিন্তু হাল ছাড়েননি অভিনেতার স্ত্রী তিনিই সঠিক চিকিৎসা করিয়ে ওই অবস্থা থেকে ফিরিয়ে এনেছিলেন। অভিনেতাকে।  বর্তমানে শুভঙ্করকে দেখা যাচ্ছে জি বাংলার নতুন মেগা সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa)-য়। এই ধারাবাহিকে তিনি অভিনয় করছেন টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্তের সাথে। নতুন সিরিয়ালে শুভঙ্করের নাম হয়েছে আবীর (Abir)।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥