• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের দিনেই কিডন্যাপ! উড়ন্ত সিঁদুর না মালা? আবির-ঝিলমিলের বিয়ে নিয়ে তুঙ্গে দর্শকদের উত্তেজনা

Updated on:

Tomar Khola Hawa serial Abir Jhilmil marriage new promo comes out

টেলিভিশনের পর্দায় এখন নিত্য নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। দর্শকদের মনোরঞ্জন করতে প্রায় প্রতি মাসেই বিনোদনমূলক চ্যানেল গুলোতে আনা হচ্ছে একঝাঁক নতুন সিরিয়াল। বিগত এক মাসের মধ্যেই এসেছে একগুচ্ছ নতুন সিরিয়াল। জি বাংলার এমনই একটি নতুন সিরিয়াল (New Serial) হল ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Haowa)।

গত বছরের শেষের দিকেই  জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে স্বস্তিকা দত্ত (Swastika Dutta) এবং শুভঙ্কর সাহার (Subhankar Saha) এই নতুন সিরিয়াল। সিরিয়ালে স্বস্তিকার নাম হয়েছে ঝিলমিল আর শুভঙ্করের নাম  হয়েছে আবির। টিভির পর্দায় ঝিলমিলের জীবনের মূল মন্ত্রই হলো নিয়ম ভাঙা। এরইমধ্যে ধারাবাহিকে দেখা গিয়েছে বিয়ের জন্য আবিরের দেওয়া সমস্ত শর্ত পূরণ করেছে ঝিলমিল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নতুন সিরিয়াল,New Serial,তোমার খোলা হাওয়া,Tomar Khola Haowa,ঝিলমিল,Jhilmil,আবির,Abir,নতুন প্রমো,New Promo,বিয়ে,Marriage
সিরিয়ালে একদিকে যেমন তাদের বিয়ের তোড়জোড় চলছে অন্যদিকে আবিরের বিয়ে ভাঙারও চেষ্টা করছে বাড়ির বড় বৌ শিবানী। কারণ সে ভয় পাচ্ছে সম্পর্কে কাকা অর্থাৎ বাবা’র বিয়ে হয়ে হলে তার থেকে সমস্ত ক্ষমতা চলে যাবে। ধারাবাহিকে এই শিবানীর চরিত্রে অভিনয় করছেন মিঠাই খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অর্পিতা মুখার্জী।
বাংলা সিরিয়াল,Bengali Serial,নতুন সিরিয়াল,New Serial,তোমার খোলা হাওয়া,Tomar Khola Haowa,ঝিলমিল,Jhilmil,আবির,Abir,নতুন প্রমো,New Promo,বিয়ে,Marriage
প্রসঙ্গত এরইমধ্যে প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে বিয়ের সাজেই রাতের অন্ধকারে রাস্তার এসে দাঁড়িয়েছে। কারণ তাঁকে আবির হটাৎ করেই দেখা করতে বলেছে। কিন্তু দিকে বাড়ির লোকজন বিয়ের কনে ঝিলমিল কে খুঁজে না পেয়ে চিন্তায় অস্থির।
অন্যদিকে রাস্তা থেকেই ঝিলমিলের মুখ চেপে ধরে একদল গুন্ডা তাকে তুলে নিয়ে যায়। আসলে এই সবটাই শিবানীর প্ল্যান।আর ঝিলমিলকে খুঁজে পাওয়া যাচ্ছে শুনে ততক্ষনে আবিরও বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে পড়েছে। আর তার বাড়ির লোকজন ঝিলমিলকে খুঁজে না পেয়ে বলতে শুরু করেছে ‘মানুষ চিনতে এত ভুল করলাম’। আর আবির বলে ওঠে ‘কোথায় গেল ঝিলমিল’? ঠিক তখনই দেখা যাচ্ছে ঝিলমিলকে একটা ঘরে বেঁধে রেখেছে গুন্ডারা। তাই এখন দেখার শেষ মেশ কিভাবে মিল হয় আবির আর ঝিলমিলের।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥