• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপার দিন শেষ! ষ্টার জালসাকে টেক্কা দিতে জমজমাট নতুন সিরিয়াল আনছে জি বাংলা

গত বছরের শেষে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে এক ঝাঁক নতুন বাংলা সিরিয়াল (New Bengali Serial)। জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta) এবং শুভঙ্কর সাহা (Subhankar Saha) অভিনীত এমনই একটি নতুন সিরিয়াল হল ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Haowa)।

এই সিরিয়ালের হাত ধরেই পেশায় ভেন্ট্রিলোকুইস্ট (Ventriloquist) ঝিলমিল সবচেয়ে কম বয়সী শাশুড়ি হয়েই মন জয় করে নিয়েছেন বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের। শুরু থেকেই  নিজের কথার জাদুতেই সবার মন জয় করে নিয়েছিল সে। কিন্তু আবিরের সাথে ঝিলমিলের জুটি সেভাবে ছাপ ফেলতে পারেনি দর্শকমহলে।
Bengali Serial,বাংলা সিরিয়াল,Zee Bangla,জি বাংলা,Sohag Jol,সোহাগ জল,Tomar Khola Haowa,তোমার খোলা হাওয়া,Slot Change,স্লট পরিবর্তন,New Serial,নতুন সিরিয়াল,Blues Production,ব্লুজ প্রোডাকশন
প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসায় ওই সময় সম্প্রচারিত হয় এখনকার বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এখন জনপ্রিয়তার দিক দিয়ে এই সিরিয়ালের ধারে কাছে নেই কেউ। জানা যাচ্ছে এই সিরিয়ালের সাথে এঁটে উঠতে না পেরে এবার মাত্র ৩ মাসেই পাল্টে যাচ্ছে ‘খোলা হাওয়া’ সম্প্রচারের সময়।

   

টেলি পাড়ায় জোর গুঞ্জন খুব শিগগিরই জি বাংলায় আসছে নতুন সিরিয়াল।  সেই সিরিয়াল এসেই জায়গা নেবে খোলা হওয়ার। যার ফলে রাত সাড়ে নটার বদলে ৯ টায় সম্প্রচারিত হবে এই সিরিয়াল।  অন্যদিকে কম টি আর পি-র কারণে এবার সম্ভবত বন্ধের মুখে শ্বেতা-হানি জুটির সিরিয়াল ‘সোহাগ জল’।
Bengali Serial,বাংলা সিরিয়াল,Zee Bangla,জি বাংলা,Sohag Jol,সোহাগ জল,Tomar Khola Haowa,তোমার খোলা হাওয়া,Slot Change,স্লট পরিবর্তন,New Serial,নতুন সিরিয়াল,Blues Production,ব্লুজ প্রোডাকশন

সোশ্যাল মিডিয়ায় এই নতুন সিরিয়াল আসার খবর জানিয়ে একজন নেটিজেন লিখেছেন ‘অবশেষে আমি যেটা বলেছিলাম সেটাই সত্যি হলো।  ব্রেকিং নিউজ, ব্লুজের নতুন সিরিয়াল আসছে ৯:৩০ টায়। আর খোলা হাওয়া ৯:০০ টায়, সম্ভবত সোহাগ জল শেষ হবে। এবার জমবে খেলা’।

একই দাবি করে অপর একজন বাংলা সিরিয়ালের অনুরাগী লিখেছেন ‘ অবশেষে, তোমার খোলা হাওয়ার টাইম স্লট পরিবর্তন হচ্ছে। তার জায়গায় আসছে ব্লুজ প্রোডাকশনের আরেকটি সিরিয়াল। আসলে সিরিয়ালটা যথেষ্ট ভালো, তবে দর্শকরা অনুরাগের ছোঁয়া’র সাথে ওতপ্রোতভাবে নিজেদের জড়িয়ে ফেলেছে। তাই এই সিরিয়াল তেমন একটা গুরুত্ব পাচ্ছে না। তবে ৯টায় দিলে হয়তো কিছু ফায়দা হতে পারে দেখা যাক কী হয়’।