• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেলেবপত্নী হয়েও ক্যামেরার থেকে দূরে? রইল আবীর চ্যাটার্জীর স্ত্রীর আসল পরিচয়

Published on:

টলিউড,Tollywood,আবীর চট্টোপাধ্যায়,Abir Chatterjee,নন্দিনী চ্যাটার্জী,Nandini Chatterjee,আসল পরিচয়,Real Identity

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে সুদর্শন সুপুরুষ অভিনেতার  কথা উঠলে সবার প্রথমেই আসে আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-এর নাম। বাংলা জুড়ে অগণিত ফ্যান ফলোয়িং রয়েছে এই অভিনেতার। আজও তাঁকে দেখলে চোখে হারায় বাংলার অসংখ্য তরুণী। প্রসঙ্গত যখন তিনি সিরিয়াল করতেন তখনকার সাথে এখনকার আবির চট্টোপাধ্যায়ের চেহারার কোন পরিবর্তন নেই বললেই চলে।

তবে একটা পার্থক্য কিন্তু রয়েইছে। তা হল দিনে দিনে বাড়তে থাকা অভিনেতার বিপুল জনপ্রিয়তা। প্রসঙ্গত বেশিরভাগ  সময় গোয়েন্দা চরিত্রে অভিনয় করলেও সিনেমার পর্দায় টলিউডের পরম সুন্দরী সব অভিনেত্রীদের সাথেই স্ক্রীন শেয়ার করতে দেখা যায় অভিনেতাকে।

টলিউড,Tollywood,আবীর চট্টোপাধ্যায়,Abir Chatterjee,নন্দিনী চ্যাটার্জী,Nandini Chatterjee,আসল পরিচয়,Real Identity

তবে বাস্তব জীবনে আবির একজন বিবাহিত পুরুষ। সিনেমায় আসার অনেক আগেই তিনি বিয়ে করেছিলেন তাঁর বহুদিনের পরিচিত বন্ধু তাথা বর্তমানের স্ত্রী নন্দিনী চ্যাটার্জিকে। প্রসঙ্গত আবিরের স্ত্রী নন্দিনীর সাথে কিন্তু বাংলা সিনেমা জগতের কোন যোগসূত্র নেই। তিনি অত্যন্ত সাধারণ বলা চলে একেবারে সাদামাটা ঘরোয়া একজন মেয়ে।

টলিউড,Tollywood,আবীর চট্টোপাধ্যায়,Abir Chatterjee,নন্দিনী চ্যাটার্জী,Nandini Chatterjee,আসল পরিচয়,Real Identity

অন্যদিকে স্বামী আবির চট্টোপাধ্যায় টলিউডের একজন নামী সুপারস্টার হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনদিন অহংকারই দেখা যায়নি নন্দিনীর মধ্যে। তাই স্বামীকে নিয়ে বড়াই করা তো দূরের কথা বেশিরভাগ ফিল্মি পার্টিতেও আবিরের স্ত্রী নন্দিনীকে প্রায় দেখা যায় না বললেই চলে।

আসলে আবিরের সাথে নান্দিনির বোঝাপড়াটাই অনেক সুন্দর। তাই তাঁরা স্বামী স্ত্রীর পাশাপাশি একে অপরের খুব ভালো বন্ধুও। বর্তমানে তাঁদের সুখের সংসার আলো করে রেখেছে একমাত্র মেয়ে ময়ূরাক্ষী চ্যাটার্জী। প্রসঙ্গত এমবিএ পড়তে গিয়েই আবিরের সাথে বন্ধুত্ব হয়েছিল নন্দিনীর।

টলিউড,Tollywood,আবীর চট্টোপাধ্যায়,Abir Chatterjee,নন্দিনী চ্যাটার্জী,Nandini Chatterjee,আসল পরিচয়,Real Identity

সেই থেকেই তাঁদের বন্ধুত্ব যে কবে প্রেমে পরিণত হয় তা তাঁরা বোধ হয় নিজেরাই বুঝতে পারেননি। তখনও আবির অভিনেতা হননি। সেই স্ট্রাগল পিরিয়ড থেকেই আবিরের হাতটা শক্ত করে ধরে রেখেছেন নন্দিনী। তাই এখনকার দিনের সংসার ভাঙা-গড়ার যুগে আবির নন্দিনী দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবন নিঃসন্দেহে একসাথে ভালো থাকার আশা জাগায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥