• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বয়সের ভারে একা হাঁটতে পারেন না! দাপুটে ভিলেন বিপ্লব চ্যাটার্জির অবস্থা দেখে চোখে জল নেটিজেনদের

Published on:

Tollywood's Famouse Villian Biplab Chatterjee viral video will make you schoked

টলিউডের (Tollywood) দাপুটে ভিলেনদের নামের তালিকা যদি প্রস্তুত করা হয়, তাহলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে বিপ্লব চ্যাটার্জির (Biplab Chatterjee)। ইনি এমন একজন অভিনেতা যার নামটাই যথেষ্ট কতখানি দাপুটে তা বোঝানোর জন্য। একাধিক সুপারহিট সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন তিনি। প্রমাণ করেছেন তিনি কতখানি দক্ষ একজন অভিনেতা।

এমন একটা সময় ছিল যখন খলনায়কের চরিত্রে বিপ্লবের নাম থাকতো, তা দেখেই দর্শকরা বুঝে যেতেন এই ছবির ক্লাইম্যাক্স শিহরণ জাগানো হতে চলেছে। বড় বড় অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেও নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন তিনি।

Biplab Chatterjee

অবশ্য শুধুমাত্র ভিলেনের চরিত্রেই নয়, বহু ছবিতে বিপ্লব ইতিবাচক চরিত্রেও অভিনয় করেছেন। তবে খলনায়কের চরিত্রে তাঁর অভিনয় যতটা প্রশংসিত হয়েছিল, ততখানি সাফল্য ইতিবাচক চরিত্রে অভিনয় করে পাননি। আর সেই জন্যই কেরিয়ারের বেশিরভাগ ছবিতেই খলনায়কের চরিত্রেই দেখা গিয়েছে তাঁকে।

ভিলেন হিসেবে বেশ কয়েক দশক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা সেই বিপ্লবকে এখন আর পর্দায় দেখা যায় না। মাঝে কিছু প্রোজেক্টে কাজ করলেও, এখন যেন ক্যামেরার সামনে থেকে একেবারেই সরে গিয়েছেন তিনি। টলিউডের খ্যাতনামা এই অভিনেতা কোথায় হারিয়ে গেলেন? মাঝেমধ্যেই দর্শকদের মনে ঘুরপাক খায় এই একটি প্রশ্ন।

Biplab Chatterjee

টলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে পর্দায় দেখা না গেলেও, তাঁর অনুরাগীর সংখ্যা একেবারেই কম নয়। তাঁরা আশা করে বসে থাকেন সিনেমায় বা সিরিয়াল কোথাও যদি একবার বিপ্লবকে দেখতে পাওয়া যেত তাহলে কতটা ভালোই না হতো। তবে সম্প্রতি এই বর্ষীয়ান অভিনেতার একটি ভিডিও নেটপাড়ায় বেশ ভাইরাল হয়েছে, যা দেখে বেশ কষ্ট পেয়েছেন তাঁর অগণিত ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

ভাইরাল হওয়া এই ভিডিওটি কৃষ্ণনগরের। কোনও একটি কাজের জন্য সেখানে গিয়েছিলেন তিনি। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, বয়সের ভারে একা একা হাঁটতে পারছেন না বিপ্লব। তাঁকে দু’জন ব্যক্তি ধরে ধরে নিয়ে যাচ্ছেন। আর বলাই বাহুল্য, টলিপাড়ার একসময়কার দাপুটে ভিলেনের আজ এই অবস্থা দেখে অনেকেরই মন খারাপ হয়ে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥