• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগেই স্বজনহারা, ৭৯ এ এসে প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ দীপঙ্কর দে

Published on:

Tollywood Veteran actor Dipankar Dey lost his elder daughter on wednessday

Dipankar Dey Daughter : সকাল হতেই টলিউড থেকে মিলল দুঃসংবাদ। টলিউড ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে (Dipankar Dey) এর বাড়ি থেকেই মূল মৃত্যু সংবাদ। গতকাল অর্থাৎ বুধবার রাতেই প্রিয়জনকে হারিয়েছেন অভিনেতা। ৭৯ বছর বয়সে  কাছে মানুষকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে।

যেমনটা জানা যাচ্ছে, কিডনি ও হৃদযন্ত্রের সমস্যার কারণে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতার মেয়ে বৈশালী কুরিয়াকোস (Baishali Kuriakose)। বৈশালী ছিলেন তাঁর বড় মেয়ে। হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু তাতে সারা মেলেনি। এরপর বুধবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৫২ বছরের বৈশালী।

Dipankar Dey

ইতিমধ্যেই অভিনেতার সাথে যোগাযোগ করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফ থেকে। তিনি জানান, ‘কালকের ঘটনা, বড় হার্ট অ্যাতাকে হয়েছিল। চেষ্টা করেও শেষরক্ষা হল না। এর থেকে বেশি আর কিছু বলতে পারছি না’। এরপর কথা বলতে গিয়েই গলা বুজে আসে অভিনেতার।

যেমনটা জানা যাচ্ছে, বৈশালীর স্বামী অনিল কুরিয়াকোসও বিনোদন ইন্ডাস্ট্রির সাথেই যুক্ত ছিলেন। এছাড়াও দোলন রায়ের (Dolon Ray) সাথেও যোগাযোগ করা হয়। দীর্ঘদিন ধরেই অভিনেতার সাথে সংসার করছেন তিনি। বয়সের ফারাক থেকে টলিপাড়ার লোকেদের কথা কোনো প্রভাব ফেলেনি তাদের সম্পর্কে। আজ কঠিন সময়ে দীপঙ্কর দের পাশে দাঁড়িয়েছেন তিনি।

দোলন জানান, সদ্য কন্যাহারা হয়েছেন, ‘এই সময়টা যে কোনো বাবার পক্ষেই খুব কঠিন। ভীষণরকম ভেঙে পড়েছে ও। এই পরিস্থিতিতে আমি পাশে থাকব না হয় নাকি! শুটিংয়ের থেকে ছুটি পাইনি, তাই কাজে বেরোতে হয়েছে। তবে টিটো সত্যিই খুব ভেঙে পড়েছে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥