• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলের কাছে বাবা ফেল! বুম্বাদার ‘চোখ তুলে দেখো না’ গানে নেচে মাতালো তৃষাণজিৎ, রইল ভিডিও

Published on:

Tollywood superstar Prosenjit Chatterjee’s son Trishanjit Chatterjee danced on his song, watch video

খোদ টলিউড (Tollywood) ‘ইন্ডাস্ট্রি’র ছেলে বলে কথা। তাঁর যে এখন থেকেই অনেক অনুরাগী থাকবে এ তো জানা কথা। তাই স্বাভাবিকভাবেই ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ছেলে তৃষাণজিৎ-এর (Trishanjit Chatterjee) অসংখ্য অনুরাগী রয়েছে। বিনোদন দুনিয়ায় পা রাখার আগেই বুম্বাদার ছেলের রয়েছে ভালো রকমের ফ্যানবেস।

সোশ্যাল মিডিয়াতেও তৃষাণজিৎ বেশ জনপ্রিয়। এখন থেকে সে যে ভবিষ্যতের নায়ক হওয়ার ‘প্রশিক্ষণ’ নিচ্ছেন তা বেশ বোঝাই যাচ্ছে। সম্প্রতি যেমন বাবার জনপ্রিয় গান ‘চোখ তুলে দেখো না’য় নেচে নেটিজেনদের মুগ্ধ করে দিয়েছেন তিনি।

Prosenjit Chatterjee with son Trishanjit

এমনিতে তৃষাণজিৎকে দেখে অনেকেই বলেন তাঁকে দেখতে অনেকটা তাঁর বাবার মতো। যদিও উচ্চতার দিক থেকে সে এখনই বাবাকে ছাপিয়ে গিয়েছে। তবে তৃষাণজিৎ যে ভবিষ্যতে সত্যিই টলিউডের একেবারে ‘যোগ্য’ নায়ক হবেন তা তাঁর সাম্প্রতিক ভিডিও দেখেই কিন্তু বেশ বোঝা গিয়েছে।

Trishanjit Chatterjee chokh tule dekho na dance

সম্প্রতি তৃষাণজিৎ বাবার আগামী ছবির গান ‘চোখ তুলে দেখো না’য় নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর তা দেখেই মুগ্ধ হয়ে গিয়েছে নেটিজেনরা। জানিয়ে রাখি, আগামী মাসে মুক্তি পাবে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। কয়েকদিন আগে রিলিজ করেছে সেই ছবির টাইটেল ট্র্যাক। আর এই গানে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির জনপ্রিয় গান ‘চোখ তুলে দেখো না’কে নতুন রূপে প্রকাশ করা হয়েছে।

দিন কয়েক আগে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে সম্পূর্ণ টিমকে নিয়ে নেচে ‘চোখ তুলে দেখো না’র নতুন ভার্সন প্রকাশ করেছিলেন বুম্বাদা। এরপর ছবির নায়িকা ইপ্সিতা মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ইনস্টাগ্রাম রিলেও এই গানে কোমর দোলান তিনি। সেই সঙ্গে ঘোষণা করেন, এই ভিডিওর দেখাদেখি ভিডিও বানালে মিলতে পারে খোদ ‘ইন্ডাস্ট্রি’র সঙ্গে দেখা করার সুযোগ। এরপরই এই গানে নেচে ভিডিও শেয়ার করে প্রসেনজিৎ’এর ছেলে।

তৃষাণজিৎ’এর শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, দুই বান্ধবী এবং একজন বন্ধুকে নিয়ে একেবারে বাবার মতো করে নেচেছেন তিনি। ছেলের এই ভিডিও দেখে নেটিজেনদের মতোই মুগ্ধ হয়ে গিয়েছেন বুম্বাদাও নিজে। ছেলের বানানো এই ভিডিওয় ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, প্রসেনজিৎ পুত্র এখন ইউরোপে থাকেন। সেখানেই পড়াশোনা করেন তিনি। তবে ছুটি পেলেই বাড়ি চলে আসেন। পুজোর সময়ও এখানেই ছিলেন তৃষাণজিৎ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥