গত তিন দশক ধরে বাংলা ফিল ইন্ডাস্ট্রিতে (Tollywood) রাজত্ব করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আদায় করে নিয়েছেন ‘ইন্ডাস্ট্রি’ তকমা। টলিউডে রাজত্ব করার পর সম্প্রতি বুম্বাদা এবার আস্তে আস্তে বলিউডেও নিজেকে মেলে ধরছেন। ইতিমধ্যেই ‘জুবিলি’র মাধ্যমে হিন্দি ওয়েব প্ল্যাটফর্মে ডেবিউ করেছেন তিনি। তবে এবার বুম্বাদাকে নিয়ে আরও একটি বড় আপডেট সামনে এসেছে।
কয়েকদিন আগেই দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির নামী পরিচালক মণি রত্নমের (Mani Ratnam) ‘পোন্নিয়িন সেলভান ২’ (Ponniyin Selvan 2) প্রেক্ষাগৃহে রিলিজ করেছেন। সেই সিনেমায় অভিনয় করেছেন ঐশ্বর্য রাই বচ্চন, জয়ম রবি, চিয়া বিক্রমের মতো তারকারা। দক্ষিণে তো বটেই, বলিউড সহ গোটা ভারতে সাড়া ফেলে দিয়েছে এই মেগা বাজেট সিনেমা। ছবিটি দেখেছেন প্রসেনজিৎও। আর বলাই বাহুল্য, পরিচালকের কাজ দেখে ফের মুগ্ধ হয়ে গিয়েছেন তিনি। দেখা করে নিলেন পরিচালকের সঙ্গেও।
‘পোন্নিয়িন সেলভান’ পরিচালকের সঙ্গে দেখা করার পর সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন বুম্বাদা। এরপর থেকে টলিউডে শুরু হয়েছে নতুন চর্চা। তাহলে কি মণি রত্নমের হাত ধরে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন অভিনেতা? এই প্রশ্নের জবাব এখনও পাওয়া যায়নি। তবে বুম্বাদার অনুরাগীরা কিন্তু তাঁকে দক্ষিণী সিনেমায় দেখার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন।
মণিরত্নমের সঙ্গে ছবি শেয়ার করে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ ক্যাপশনে লিখেছেন, ‘মণি রত্নম স্যারের সঙ্গে দেখা হওয়ার অনুভূতি সবসময়ই ভীষণ আনন্দের। স্যার, ‘মৌনা রগম’ থেকে ‘পোন্নিয়িন সেলভান ২’, আমি আপনার সব সিনেমা দেখেছি। সত্যি একজন অনুপ্রেরণা আপনি। আপনার প্রতি সম্মান জানাই’।
প্রসেনজিতের শেয়ার করা ছবিতে তাঁর সঙ্গে দেখা মিলেছে তাঁর ‘জুবিলি’ সহ অভিনেত্রী অদিতি রাও হায়দারিরও। অভিনেত্রীকে ধন্যবাদও জানিয়েছেন বুম্বাদা। এরপর থেকেই টলি অভিনেতার সাউথ ডেবিউ নিয়ে চর্চা শুরু হয়েছে। এখন বাংলার বেশ কয়েকজন শিল্পী দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। সেই তালিকার নবতম সংযোজন কি বুম্বাদা?
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য, ‘জুবিলি’ ওয়েব সিরিজে প্রসেনজিৎ অভিনীত শ্রীকান্ত রায়ের চরিত্রটি দারুণ পছন্দ হয়েছে দর্শকদের। একটি নামী সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়া সময় এই প্রসঙ্গে প্রসেনজিৎ বলেছিলেন, এখন তিনি মুম্বাইয়ের যেখানেই যাচ্ছেন প্রত্যেকে তাঁর প্রশংসা করছেন, আলিঙ্গন করছেন। এটি পরম পাওয়া বলে মত অভিনেতার। সেই সঙ্গেই জানান, এই অনুভূতিও বিশেষ।